বাংলা হান্ট ডেস্ক: এই সময়টি ঘুরতে যাবার জন্য মোক্ষম সময়। বিশেষ করে ট্রাভেল ভ্লগাররা যেন এই সময়ে দিন গুনতে থাকেন। এই মরশুমে বাক্স প্যাঁটরা নিয়ে ছুটলেন ভ্রমণের উদ্দেশ্যে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় কোথায় ঘুরতে যাবেন? কারণ ভারতের তামিলনাড়ু (Tamilnadu) আনাচে-কানাচে এমন সব জায়গা লুকিয়ে রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা ঘুরবেন। তবে এই সময় পর্যটকরা (Tourist) চান এমন কোন জায়গায় যেতে যেখানে গরমকালে যাওয়া যায় না।
সেক্ষেত্রে আপনাদের ঘোরার জন্য পারফেক্ট প্লেস হচ্ছে দক্ষিণ ভারতের (South India) তামিলনাড়ু (Tamilnadu)। এখানে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, কিন্তু তামিলনাড়ুতে (Tamilnadu) গিয়ে ঠিক কোথায় কোথায় ঘুরবেন সে কথাই বুঝে পান না। আর যদি দক্ষিণ ভারতে ঘুরতে যেতেই হয় তাহলে তামিলনাড়ুর (Tamilnadu) এই তিনটি জায়গা ঘুরে আসুন। সেই সাথে ক্যামেরা বন্দী করুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য।
তামিলনাড়ুর (Tamilnadu) ঠিক কোন তিনটি জায়গায় ঘুরবেন দেখুন:
১) কন্যাকুমারী: তিন সাগরের সংযোগস্থল হচ্ছে কন্যাকুমারী। তামিলনাড়ুর এই জায়গাটি নিঃসন্দেহে আপনার ভ্রমণকে আরো মুগ্ধকর করে তুলবে। সামনে দাঁড়ালেই ঘন শান্ত নীল আরব সাগর, বাঁদিকে ঘোলাটে হালকা নীল বঙ্গোপসাগর এবং ডানদিকে সবুজ আরব সাগর। এক জায়গাতেই তিন সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে হ্যাঁ এখানে নেমে স্নান করা যাবে না। এছাড়াও এটি একমাত্র সমুদ্র সৈকত যেখানে এক বিন্দুতে দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয় দুটিই দেখা যায়।
আরোও পড়ুন : IAS নাকি IPS, ক্ষমতার দিক থেকে শক্তিশালী কে? দুই পদের পার্থক্যই বা কী? বিস্তারিত জানুন এক ক্লিকেই
২) রামেশ্বরম:
তামিলনাড়ুর ভ্রমণের অন্যতম নিদর্শনের মধ্যে একটি। জানা যায়, ভারতের মূল ভূখণ্ড থেকে পম্বন চ্যানেলের দ্বারা বিচ্ছিন্ন এই দ্বীপ। এই পম্বন দ্বীপটিই আসলে রামেশ্বরম নামেই পরিচিত। এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে পম্বন সেতু। প্রবল জলরাশির উপর দিয়েই গিয়েছে রেলসেতু। যা দেখলে আপনার গা শিউরে উঠবে। যদিও রামেশ্বরম জায়গাটি বেশি পরিচিত ধার্মিক কেন্দ্রের জন্য। এখানে থাকা রামনাথ স্বামীর মন্দির মানুষের মনে পবিত্রতা তৈরি করে। সমস্ত দুঃখ কষ্ট, বিদ্বেষ এই মন্দিরে আসলে কেটে যায়। দক্ষিণী ছোঁয়ায় তৈরি এই মন্দিরের পরতে পরতে লুকিয়ে বিভিন্ন নিদর্শন।
আরোও পড়ুন : জি বাংলার মেগার পরিচালক ‘নিষিদ্ধ’ টেলিপাড়ায়! অথৈ জলে সিরিয়ালের ভবিষ্যৎ
৩) কুন্নুর:
তামিলনাড়ুর অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে কুন্নুর। পাহাড়ি মনোরম দৃশ্য উপভোগ করার জন্য কুন্নুর শ্রেষ্ঠ জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা প্রায় ৬ হাজার ফিট। রয়েছে চা বাগানের অপরূপ দৃশ্য। নীলগিরি পর্বতের কোল ঘেঁষে ট্রেকিং করার সুযোগও রয়েছে। এখানে আসলে একসাথে ঘুরতে পারবেন ডলফিন নোজ ভিউ পয়েন্ট, সিমস পার্ক, ল্যাম্ব রক, দ্রুগস ফোর্ট, ওয়েলিংটন গল্ফ কোর্স, লস ফলসের মত জায়গাগুলি।
৪) কোটাগিরি:
দক্ষিণ ভারতের ছোট্ট শৈল শহর কোটাগিরি। যেখানে প্রতিবছর মানুষের আনাগোনা লেগেই থাকে। তবে শীতে আসলে এর আমেজ ভালোভাবে উপভোগ করতে পারবেন। সবুজে ঘেরা চা বাগান, ছোট ছোট বসতি, অফুরন্ত নীল আকাশ আপনার হৃদয় হরণ করতে বাধ্য।
৫) উটি:
ভারতের মিনি স্বর্গ হচ্ছে উটি। তামিলনাড়ুর ছোট্ট শহর এটি। নীলগিরি পর্বত, পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝর্না, ডোডাবেতা শৃঙ্গ শুধুই ঘোরার জায়গা। চোখ বন্ধ করে ঘুরে আসুন দক্ষিণ ভারতের জায়গাগুলি।