সন্দেশখালি, মিনাখাঁর বিধায়ক আক্রান্ত! ‘হিন্দু তৃণমূল নেতারা আতঙ্কিত’! বোমা ফাটালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি থেকে মিনাখাঁ, সাম্প্রতিক অতীতে একাধিক তৃণমূল বিধায়ক আক্রান্ত হয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দু তৃণমূল নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি এমনটাই দাবি করেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক।

  • হিন্দু তৃণমূল নেতারা আতঙ্কিত! দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু ইস্যু নিয়ে মুখ খোলেন পদ্ম নেতা। শুভেন্দুকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, দীর্ঘদিন পর পুলিশকে অতি সক্রিয় দেখা যাচ্ছে। একদিনে নাকা চেকিং করে ৪৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর আসে, ‘ওগুলো মালখানাতে ছিল। কোনওটা উদ্ধার হয়নি’।

এরপরেই শুভেন্দু দাবি করেন, হিন্দু তৃণমূল (Trinamool Congress) নেতারা আতঙ্কিত। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ‘মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা, বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা আতঙ্কিত হয়ে গিয়েছে। সন্দেশখালির হিন্দু বিধায়ক আক্রান্ত হয়েছেন, মিনাখাঁর হিন্দু বিধায়ক আক্রান্ত হয়েছেন, কলকাতা পুরসভার হিন্দু কাউন্সিলর আক্রান্ত হয়েছেন। তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত’।

আরও পড়ুনঃ ‘এবারে আরও..,’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার, কতটা বাড়ল ভাতার টাকা?

শুভেন্দু দাবি করেন, ‘তাঁদের বুস্ট আপ করার জন্য, তাঁদের মরাল ব্রেক ডাউন হয়েছে এটা দেখানোর জন্য, পুলিশের মালখানায় অনেক এই ধরণের ভাঙা, পচা, টিপলেও গুলি বেরোবে না এমন বন্দুক থাকে। সেগুলি বের করে দেখাচ্ছে’।

Suvendu Adhikari

এদিকে আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে শুক্রবার সিজিও অভিযান করছে সিপিএম। উল্টোডাঙার হাডকো মোড়ে জমায়েত, এরপর সেখান থেকে বিধাননগরের সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয় সিপিএমের রাজ্য কমিটি। এই প্রসঙ্গেও শুভেন্দুকে (Suvendu Adhikari) জিজ্ঞেস করা হতেই তিনি বলেন, ‘খুব সুন্দর করছেন। শনিবার দিন সিপিএমের ভোটের জামানত আবার যাবে। চিন্তার কোনও কারণ নেই। সিপিএমকে বলব আগামীকাল নবান্ন অভিযান করতে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর