তেল-গ্লিসারিন নয়, শীতে বন্ধু হবে বডি বাটার ক্রিম! স্বল্প খরচে বাড়িতে বানান এইভাবে

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে শীতের কামড় শুরু হয়ে গিয়েছে। সকালের দিকে এবং বিকালের পর ঠান্ডা বেশ টের পাওয়া যাচ্ছে। আর শীত পড়লো মানেই ত্বক ফাটা শুরু। ত্বকের যত্ন নিতে গাদা গাদা তেল গাদা গাদা ময়েশ্চারাইজার সকলে মেখে থাকেন। কিন্তু তারপরও দেখা যায় এতে করে বিশেষ কিছু উপকার পাওয়া যাচ্ছে না। দেখা যায় ঘন্টা দুয়েক কাটেতে না কাটতেই ত্বক রুক্ষ সূক্ষ্ম। তাই ত্বকের যত্নে তেল কিংবা গ্লিসারিন নয়, রাখুন বডি বাটার ক্রিম (Body Butter Cream)। ২৪ ঘন্টারও বেশি আপনার ত্বক থাকবে আর্দ্র।

বডি বাটার ক্রিম (Body Butter Cream):

অনেকের ত্বকের পরিচর্যার তালিকায় বডি বাটার ক্রিম (Body Butter Cream) সবার উপরে থাকে। কিন্তু আবার অনেকের পছন্দের তালিকায় থাকলেও কেনার সাধ্য থাকে না। দুর্মূল্যের বাজারে বডি বাটার ক্রিম (Body Butter Cream) এতটাই দামি যে কেনা সম্ভব হয়ে ওঠেনা। তবে এবারে শীতে বডি বাটার ক্রিম (Body Butter Cream) হবে আপনার সঙ্গী। ৫০০, ১০০০ নয় নামমাত্র খরচেই বাড়িতে বানিয়ে ফেলুন এই ক্রিম। গোটা শীতে আপনার ত্বক কথা বলবো।

How to make body butter cream at home at low cost.

কিভাবে বানাবেন বডি বাটার ক্রিম (Body Butter Cream): বডি বাটার ক্রিমের (Body Butter Cream) জন্য সবার আগে প্রয়োজন বিশিষ্ট কিছু উপাদান। এই ক্রিমের প্রধান উপাদান হল শিয়া বাটার ও কোকো বাটার। যেকোনো অনলাইনে সাইটে কিংবা যেকোন দোকান থেকে এই উপাদান দুটি কিনে নিন। সেই সাথে অবশ্যই রাখুন জোজোবা ওয়েল, এবং আপনার পছন্দের এসেন্সিয়াল অয়েল। আর প্রত্যেক বাঙালির বাড়িতে তো শীতকালে নারকেল তেল তো থাকবেই। সাথে রাখুন এই নারকেল তেল। ব্যাস এই কটি উপকরণেই তৈরি হয়ে যাবে, বডি বাটার ক্রিম

আরও পড়ুন: মাত্র ১ দিনেই হল সর্বনাশ! লাফিয়ে কমল আদানির সম্পত্তির পরিমাণ, পিছিয়ে পড়লেন ধনকুবেরদের তালিকায়

বডি বাটার ক্রিম বানানোর প্রস্তুতি: এই ক্রিম বানানোর জন্য সবার আগে একটি বড় বাটিতে জল গরম করতে বসান। জল ভালো করে ফুটলে তার উপর আরো একটি বাটি বসাতে হবে। তবে দেখবেন উপরের বাটিতে যেন জল না ঢুকে যায়। এরপর একে একে ওই বাটিতে ২ চামচ করে শিয়া বাটার, দু চামচ কোকো বাটার, নারকেল তেল ঢেলে নিন। যতক্ষণ না ভালো করে না মিশছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। প্রত্যেকটি উপকরণ একে অপরের সাথে মিশে গেলে পাত্রটি গরম জলের উপর থেকে সরিয়ে নিন। এরপর ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন।

আরও পড়ুন: ১০০ টাকার কম এই স্টক বাজারে তুলল ঝড়! মালামাল বিনিয়োগকারীরা, আপনার কাছেও কি রয়েছে?

ওই মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ২ চামচ জোজোবা অয়েল, আপনার পছন্দের এসেন্সিয়াল অয়েল দশ ফোঁটা দিন। ওই মিশ্রণটির সাথে এই উপাদান গুলি ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস এই ছোট্ট ছোট্ট উপকরণেই তৈরি হয়ে গেল বডি বাটার ক্রিম (Body Butter Cream)। একটি পরিষ্কার কাঁচের শিশিতে তুলে রেখে দিন স্নানের পর অল্প অল্প করে গায়ে মাখুন দেখবেন বেশ কাজ করছে। সেই সাথে আপনার ত্বক থেকে রুক্ষ সূক্ষ্ম ভাবও কেটে যাবে। জাঁকিয়ে শীত পড়ার আগে আজই ঘরে বানিয়ে ফেলুন এই বডি বাটার ক্রিম।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর