বাংলা হান্ট ডেস্কঃ ভোট কুশলী পিকে ওরফে প্রশান্ত কিশোর (Prashant Kishor)! একসময় তাঁর আঙ্গুলি হেলনেই চলেছে একাধিক রাজনৈতিক দল। পিকে পরামর্শ মতো চলেই সরকার গঠন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এখন তিনি (Prashant Kishor) আর শুধুই পরামর্শদাতা নন। নিজেও নেমেছেন রাজনীতির ময়দানে। গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনেই আত্মপ্রকাশ করেছে পিকে রাজনৈতিক দল জন-সুরজ।
বিহারে উপনির্বাচনে ভরাডুবি প্রশান্ত কিশোরের (Prashant Kishor)
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেই উপ নির্বাচনে লড়েছিল পিকের (Prashant Kishor) দল। কিন্তু সবাইকে ভোটে জেতাতে পারলেও নিজে একেবারে গো-হারা হেরেছেন পিকে। আর নির্বাচনী ফলাফল ঘোষণার পর দেখা গেল একেবারে ভরাডুবি হয়েছে পিকের দলের। যে চারটি নির্বাচন কেন্দ্রে তিনি প্রার্থী দিয়েছিলেন প্রত্যেকটিতে মুখ থুবড়ে পড়েছে পিকের দল।
প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির তরফ থেকে ইমামগঞ্জে জিতেন্দ্র পাসোয়ান, বেলাগঞ্জে মহম্মদ আমজাদ, রামগড়ে সুশীলকুমার সিংহ, তারারিতে কিরণ সিংহ প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর চারজনেরই জামানত জব্দ হয়েছে। যেদিন পিকের দল আত্মপ্রকাশ করেছিল সেদিন তিনি জোর গলায় দাবি করেছিলেন রাজনীতির ময়দানে নামলে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ওরফে (জেডিইউ) ২০ টিরওবেশি আসন পাবে না।
আরও পড়ুন: একই ঘটনার পুনরাবৃত্তি হলেই…, ‘নেটওয়ার্ক’ শক্তিশালী করার বার্তা, অ্যাকশন মুডে সিপি মনোজ ভার্মা
নিজের কথার স্বপক্ষে পিকের যুক্তি ছিল ‘কেউ যদি অন্যকে জেতাতে পারেন তাহলে নিজে কেন জিততে পারবে না!’ যদিও তাঁর মুখের কথা খাটেনি বাস্তবে।ফল ঘোষণার পর দেখা গিয়েছে, চারটে বিধানসভা আসনে বিপুল ভোটে হেরেছে পিকের দল। এমনকি অবস্থা এতটাই শোচনীয় কোন কেন্দ্রেই দ্বিতীয় স্থানে আসতে পারিনি তাঁর দল।
এছাড়া যে নীতিশ কে চ্যালেঞ্জ করেছিলেন তিনি সেই নীতিশ কুমারের দল চারটির মধ্যে একটিতে বিজয়ী হয়েছে। সেদিক দিয়ে দেখতে গেলে বিধানসভা নির্বাচনের আগে। এই উপনির্বাচন যদি পিকের কাছে ‘প্রিটেস্ট’ হয় তাহলে একেবারে ল্যাজে-গোবরে অবস্থা হয়েছে তাঁর দলের। প্রসঙ্গত বিগত ১০ বছরের বেশি সময় ধরে অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ দাতা হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। বিগত দু’বছর ধরে বিহারের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেই জড়িয়েছিলেন তিনি। প্রান্তিক মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলি নিয়ে সরকারের উপর চাপ তৈরি করার উদ্দেশ্যেই শুরু হয়েছিল জন সুরাজ উদ্যোগ।