হামলার ব্লুপ্রিন্ট বানায় বিহারের জেলফেরত আসামি! কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতার কসবায় (Kasba Incident) তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা। সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এবার এই ঘটনাতেই সামনে আসছে চাঞ্চল্যকর খবর। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সুশান্তের ওপর হামলার জন্য বিহারের জেলফেরত আসামি আদিল হুসেইনকে বরাত দেয় ধৃত গুলজার ওরফে আফরোজ। এই ঘটনার ছক সাজাতে কলকাতায় থেকে গুলজারের সঙ্গে আদিল রেইকিও করে বলে খবর। বানিয়ে দেয় হামলার ব্লুপ্রিন্ট।

  • কসবা কাণ্ডে (Kasba Incident) চাঞ্চল্যকর তথ্য!

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, খুনের অভিযোগে বিহারের বেউর জেলে বন্দি ছিল আদিল। তখনই পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয় বলে জানা যাচ্ছে। জেল থেকে মুক্তি পাওয়ার পর পাপ্পুর সঙ্গে যোগাযোগ করে আদিল। এদিকে সুশান্তের ওপর হামলার ঘটনায় এই কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের যোগসূত্র পেয়েছেন তদন্তকারীরা। হামলাকারী যুবরাজ সহ বিহারের বাকি আততায়ীরা ওই গ্যাংয়ের সদস্য বলে খবর।

জানা যাচ্ছে, সুশান্তকে প্রাণে মারার চক্রান্ত করার পর বিহারে যায় গুলজার (Kasba Incident)। সেখানে গিয়েই আদিলের সঙ্গে তাঁর পরিচয় হয় বলে খবর। এই আদিলই নিজেকে ইকবাল পরিচয় দেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। মিডিয়া রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, গুলজারকে জেরা করেই এসব তথ্য জেনেছেন গোয়েন্দারা।

আরও পড়ুনঃ ‘মূল কাঠামোর পরিপন্থী নয়’! সংবিধানের প্রস্তাবনায় থাকবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা! রায় সুপ্রিম কোর্টের

গুলজারের থেকে বরাত পাওয়ার পর পুজোর আগে আদিল কলকাতায় আসে বলে খবর। এরপর অস্ত্র এবং আততায়ীদেরও শহরে নিয়ে আসে। বানানো হয় ‘কসবা কাণ্ডে’র (Kasba Incident) ব্লুপ্রিন্ট। প্ল্যান ছিল, হামলার পর দুবাই চলে যাবে সে। পরিকল্পনা মতোই কলকাতা থেকে সে মরুশহরে চলে যায়।

Kasba incident Trinamool Congress Councilor Susanta Ghosh

এদিকে আবার নাকি কলকাতা পুলিশ জানতে পেরেছে, দুবাইয়ে পাপ্পু সিং নামের বিহারের এক অপরাধী আশ্রয় নিয়েছে। তদন্তকারীদের অনুমান, দুবাইয়ে গা ঢাকা দেওয়া এই পাপ্পু সিং আদতে পাপ্পু চৌধুরী হতে পারে। তাঁর কাছে আদিল গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। সেই কারণে ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর।গুলজারও জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কাজের সূত্রে সে দুবাইয়ে ছিল। এবার তাঁর সঙ্গে বিহারের কুখ্যাত অপরাধী পাপ্পু চৌধুরীর কোনও যোগ রয়েছে কিনা সেটা গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর