বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটি নারীর জীবনে পিরিয়ডস (Periods) বা মেনস্ট্রুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে আমাদের দেশে মহিলাদের পিরিয়ডস নিয়ে রয়েছে নানান ধরনের সংস্কার। ধর্মীয় কারণ তো বটেই, পিরিয়ডস চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার অভাব রয়েছে অধিকাংশ মহিলার মধ্যে।
সেক্স ও পিরিয়ডস্ (Periods)
অনেকের মনে প্রশ্ন থাকে পিরিয়ডস চলাকালীন অবস্থায় কি যৌনমিলন বা সেক্স (Sex) করা উচিত? আজকের প্রতিবেদনে জেনে নেব বিশেষজ্ঞের মত। পিরিয়ডসের (Periods) মতো যৌনতা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দেশে খুব একটা আলোচনা হয় না। সামাজিক লোকলজ্জার ভয়ে অনেকেই যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধা বোধ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়গুলি নিয়ে প্রথমে দ্বিধাদ্বন্দ ঝেড়ে ফেলতে হবে। কানপুরের প্রখ্যাত গাইনোকলজিস্ট ডক্টর কবিতা ভর্মা জানিয়েছেন, পিরিয়ডসের (Periods) সময়ে যৌনমিলন স্থাপনে কোনো সমস্যা নেই। মাসিকের প্রথম দিন ইস্ট্রোজেন ও টেস্টোটেরন ক্ষরণ কম হয়। তবে তৃতীয় দিন থেকে পরিমাণ বৃদ্ধি হলে মেয়েদের যৌন আকাঙ্ক্ষা বাড়তে পারে।
আরোও পড়ুন : পার্থ জেলবন্দি থাকলেও কপাল খুলল অর্পিতার! শর্ত বেঁধে জামিন মঞ্জুর করল আদালত
চিকিৎসক ভর্মার কথায়, এই সময়টা লুব্রিকেটেড থাকে মেয়েদের যৌনাঙ্গ। ফলে যৌনমিলন করতেও সুবিধা হয়। এমনকি এই সময়টাতে যৌনমিলন করলে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প জনিত ব্যথাও অনেকটা কমে। সম্পূর্ণভাবে যৌনমিলন না করলেও অর্গাজমের (Orgasam) মাধ্যমে এই সময়ে ওরাল সেক্সও করা যেতে পারে।
যদি সেক্স করার সময় বিছানা নোংরা হওয়ার দুশ্চিন্তা থাকে তাহলে তোয়ালে বা কাপড় পেতে নিতে পারেন। এছাড়াও স্নানঘরে আপনার পার্টনারের সাথে মাততে পারেন যৌন আনন্দে। এরই সাথে চিকিৎসক জানিয়েছেন, যৌনমিলনের সময় সর্বদা মাথায় রাখতে হবে সুরক্ষার বিষয়টি। পুরুষদের সর্বদা উচিত কন্ডোম ব্যবহার করা।