গুগল ম্যাপের ভুল পথনির্দেশ! নির্মীয়মান সেতু থেকে নীচে পড়ল গাড়ি, তারপরেই….জানলে শিউরে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানের সুপারফাস্ট দুনিয়ায় সবকিছুই প্রযুক্তি নির্ভর। কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ হতেও বেশি সময় লাগে না। সম্প্রতি এমনি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বরৈলিতে। গুগল ম্যাপের (Google Map) ভরসায় গাড়ি চালাচ্ছিলেন চালক। অজানা রাস্তায় গুগল ম্যাপের ভুল নেভিগেশনই হল কাল। সটান ৫০ ফুট থেকে নীচে ছিটকে পড়ল গাড়ি। ঘটনাস্থলেই মৃত তিন।

গুগল ম্যাপের (Google Map) জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা

শনিবার নির্মীয়মান সেতু থেকে নীচে নদীতে গাড়ি পড়ে মৃত্যু হল তিন জনের। জানা যাচ্ছে, মৃত তিন ব্যক্তি গুরুগ্রামের বাসিন্দা। বরৈলিতে এক বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন তাঁরা। কিন্তু পথঘাট কিছুই চেনা ছিল না। অন্ধের যষ্ঠির মতো ভরসা ছিল গুগল ম্যাপে (Google Map)। আর তাতেই ঘটে গেল এমন বড়সড় দুর্ঘটনা।

Google map wrot direction caused big accident

রাস্তা চেনা ছিল না চালকের: জানা যাচ্ছে, গাড়ির চালকের রাস্তাঘাট কিছুই চেনা ছিল না। জিপিএস (Google Map) দেখেই ফ্লাইওভারে গাড়ি তুলেছিলেন চালক। গাড়ি চলছিল দ্রুত বেগে। হঠাৎ করেই সামনে তাকাতে দেখেন রাস্তা উধাও! কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ব্রেক কষলেও গাড়ি গিয়ে পড়ে সোজা ৫০ ফুট নীচে রামগঙ্গা নদীতে। জিপিএস এর ভুল নেভিগেশনের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।

আরো পড়ুন : বিশ্বজুড়ে ভারতীয় অস্ত্রের চাহিদা তুঙ্গে! এবার এই দেশে শুরু পিনাকা রকেট লঞ্চারের রফতানি

পরদিন গাড়ি উদ্ধার করেন স্থানীয়রা: পরদিন রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। কিন্তু যতক্ষণে গাড়িটিকে উদ্ধার করা হয় ততক্ষণে ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। পুলিশে খবর দেওয়া হলে তাঁরা আসেন ঘটনাস্থলে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

আরো পড়ুন : মূল্য কয়েক কোটি টাকা! বঙ্গোপসাগরের বুকে উদ্ধার ৬ হাজার কেজি মাদক, বিরাট সাফল্য উপকূলরক্ষী বাহিনীর

পুলিশি রিপোর্ট অনুযায়ী, গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দুই যুবকের পরিচয় জানা গিয়েছে। কিন্তু তৃতীয় জনের পরিচয় এখনো জানা যায়নি। মর্মান্তিক এই ঘটনায় স্বাভাবিক ভাবেই থমথমে হয়ে রয়েছে পরিবেশ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর