এবারে বাড়ছে বাংলার সরকারি কর্মীদের DA! কত শতাংশ? সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন বাড়ছে কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারক। কিছুদিন আগে দীপাবলির সময় ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এবারে তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্র ডিএ বৃদ্ধির পরই একাধিক রাজ্য (State Government) ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও তেমন কিছু হয়নি বাংলার ক্ষেত্রে। এই আবহে এবার বড়সড় আপডেট সামনে এল।

সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল এবারে ক্ষোভ প্রশমনে পশ্চিমবঙ্গ সরকারও কিছুটা ডিএ বৃদ্ধি করতে পারে। আসলে কেন্দ্র রাজ্য ডিএ ফারাক বাড়তেই ফুঁসে উঠেছে বাংলার সরকারি কর্মীরা। ডিএ নিয়ে আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরই মধ্যে সূত্রের খবর, অসন্তুষ্ট সরাকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন।।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে। শুধু তাই নয় সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় যাতে উপস্থিত থাকেন সেই চেষ্টাও করছেন তারা। সূত্রের খবর, এই নিয়ে সংগঠনের তরফে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া উদ্যোগী হয়েছেন।

এই নিয়ে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানান, ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছেন। সংগঠনের হয়ে মানস ভুঁইয়া মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে সময় চেয়ে আর্জি জানিয়েছেন। একবার সময় মিললেই কলকাতায় রাজ্য সরকারি কর্মচারীদের বড় সমাবেশ করা হবে।

dearness allowance

আরও পড়ুন: শীত টাটা! ফের ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

জানা যাচ্ছে একবার মুখ্যমন্ত্রী তরফে সবুজ সংকেত মিললেই বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে যাবে। উল্লেখ্য, বর্তমানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্যসংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার। এই সংখ্যা আরও বাড়াতে চলছে সদস্য সংগ্রহ অভিযান। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওদিকে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর