পুলিশ হেফাজতে থাকাকালীনই ‘স্বস্তি’ পেলেন বিকাশ! এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডের (Bengal Coal Scam) অন্যতম অভিযুক্ত। রবিবার নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিকাশ মিশ্র। এবার তিনিই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কিছুটা স্বস্তি পেলেন। মঙ্গলবার বড় নির্দেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।

  • হাইকোর্টের (Calcutta High Court) এক নির্দেশে খানিক স্বস্তি পেলেন বিকাশ!

কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই হলেন বিকাশ (Bikash Mishra)। পরবর্তীতে তাঁরও নাম জড়ায় কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডে। ২০২১ সালে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। পরবর্তীতে একাধিক শর্তসাপেক্ষে বিকাশের জামিন মঞ্জুর করে আদালত। এবার সেই শর্তগুলিই খানিক শিথিল করল হাইকোর্ট।

বিকাশের জামিনের সময় আদালতের তরফ থেকে শর্ত বেঁধে দেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে তাঁকে সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে হবে। সেই সঙ্গেই বলা হয়, কলকাতার বাইরে তিনি যেতে পারবেন না। এবার সেই শর্তগুলিকেই খানিক শিথিল করল উচ্চ আদালত।

আরও পড়ুনঃ ঘোর বিপদে পার্থ? এবার এই ‘রাঘব বোয়াল’কে হেফাজতে নিতে চায় CBI! ঘুরে যাবে ‘খেলা’?

এদিন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এবার থেকে আর প্রত্যেক সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে না বিকাশকে। প্রত্যেক মাসে একবার করে হাজিরা দিলেই হবে। একইসঙ্গে কলকাতার বাইরে যেতেও আর বাধা নেই বিনয় সহোদরের। তবে আদালতের কাজ ছাড়া কোনও ভাবেই পশ্চিম বর্ধমান যেতে পারবেন না বিকাশ। একইসঙ্গে রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি।

Calcutta High Court

উল্লেখ্য, জামিনের সময় আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া দুই শর্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিকাশ। এবার তাতেই এই নির্দেশ দিল উচ্চ আদালত। এদিকে কয়েকদিন আগেই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে কয়লা পাচার কাণ্ডের এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর