বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফির সফর দুর্দান্তভাবে শুরু করেছে টিম ইন্ডিয়া। মোট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত। যার ফলে, এই সিরিজে ভারতীয় দল ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এদিকে, পরবর্তী টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। যেটি সম্পন্ন হবে অ্যাডিলেডে। যদিও, পার্থ টেস্টে ভারতের জয় হাসিলের পরেই সামনে এসেছে বড় আপডেট। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) হঠাৎ করেই দেশে ফিরছেন। এদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে ভারতে হেড কোচের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি সামনে আসার পরেই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, এটাও জানা গিয়েছে যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আচমকাই দেশে ফিরছেন গম্ভীর (Gautam Gambhir):
ইন্ডিয়া টুডে-র রিপোর্টে বলা হয়েছে, “ফ্যামিলি ইমারজেন্সি”-র কারণেই অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে, অ্যাডিলেডে গোলাপী বলে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে আবার অস্ট্রেলিয়া পৌঁছে যাবেন তিনি। জানিয়ে রাখি যে, পার্থের অপটাসে ভারতের ঐতিহাসিক জয়ের সাক্ষী গৌতম গম্ভীরের আগামী বুধবার ক্যানবেরায় পৌঁছনোর কথা ছিল। যেখানে ভারতকে গোলাপী বলের সাথে দু’দিনের অনুশীলন ম্যাচ খেলতে হবে। তবে, এই অনুশীলন ম্যাচে ভারতীয় দলের প্রধান কোচের সমর্থন থাকবে না। কারণ সেই সময় গম্ভীর ভারতে থাকবেন।
জানিয়ে রাখি যে, আগামী ৩০ নভেম্বর অর্থাৎ শনিবার থেকে ক্যানবেরায় প্রাইম মিনিস্টার ইলেভেনের বিরুদ্ধে দু’দিনের অনুশীলন ম্যাচ খেলতে হবে ভারতকে। একদিন দল ব্যাট করবে আর অন্যদিন মাঠে নামবে। উল্লেখ্য যে গোলাপী বলের টেস্ট খুবই কঠিন এবং এর প্রস্তুতি বিবেচনায় প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে বিশাল ব্যবধান রাখা হয়েছে। আর এই অবসরেই, গৌতম গম্ভীর (Gautam Gambhir) “ফ্যামিলি ইমার্জেন্সি”-র কারণে ভারতে আসছেন এবং তারপরে অ্যাডিলেড টেস্ট ম্যাচের আগে আবার দলে যোগ দিতে পারেন।
আরও পড়ুন: সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর প্রতিবাদী হিন্দুদের ওপর চলল হামলা! চরম অরাজকতা বাংলাদেশে
প্লেয়িং ইলেভেন নিয়ে চলছে চিন্তা: পার্থে প্রথম টেস্টের আগে ভারতের প্লেয়িং ইলেভেন বাছাই নিয়ে ম্যানেজমেন্ট যথেষ্ট চাপের মধ্যে ছিল। দ্বিতীয় টেস্টেও সেই রেশ অব্যাহত রয়েছে। এদিকে, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের সাথে যুক্ত হবেন রোহিত শর্মা ও শুভমান গিল। এমতাবস্থায় কাকে দল থেকে বাদ দেওয়া হবে এবং কাকে কোন নম্বরে খেলানো হবে, তা নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুন: বলা হত “দ্বিতীয় তেন্ডুলকার”, অথচ করুণ অবস্থা ভারতের এই তারকা প্লেয়ারের, নিলামেও পেলেন না দল
রোহিত শর্মা যদি ওপেন করেন সেক্ষেত্রে কেএল রাহুল কোথায় খেলবেন এটাও একটা চিন্তার বিষয়। কারণ রোহিত ওপেন করলে যশস্বী তাঁর সঙ্গে থাকবেন। তিন নম্বর কেএল খেলতে পারবেন না। কারণ শুভমান গিল সেখানে খেলেন। এমন পরিস্থিতিতে রাহুলকে আবার মিডল অর্ডারে যেতে হতে পারে। এমনটা হলে ধ্রুব জুরেলের জায়গায় তিনি সুযোগ পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…