‘মমতা ঘনিষ্ঠরা তাঁর কতটা ভালো চান সন্দেহ আছে’! দলে রদবদলের পর ফের বিস্ফোরক হুমায়ুন কবীর

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিস্ফোরক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার ‘মমতা ঘনিষ্ঠ’দের বিশ্বাসযোগ্যতা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন তিনি। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দলে বেশ কিছু রদবদলের ঘোষণা করা হয়। এরপরেই মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

  • ‘মমতা ঘনিষ্ঠ’দের নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর (Humayun Kabir)!

বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়াচ্ছেন হুমায়ুন। সম্প্রতি তাঁকে রাজ্যের ‘ফুলটাইম’ পুলিশমন্ত্রী করার দাবিও তোলেন এই বিধায়ক। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নাম না করেই হুমায়ুনকে পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার দলের রদবদলের পর ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন তিনি।

গতকাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শৃঙ্খলা নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে জোড়াফুল শিবির। তারপরেও ‘ভয়ডরহীন’ হুমায়ুন। তাঁর কথায়, ‘আমি চোর নই। যদি কথা বলার জন্য জবাবদিহি করতে হয়, তাহলে করব’। ‘মমতা ঘনিষ্ঠ’দের (Mamata Banerjee) নিয়েও বেশ কিছু কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ বাড়ি বাড়ি পাইপলাইন! জল পৌঁছনোর কাজ কতদূর? নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

হুমায়ুন বলেন, ‘মমতার ঘনিষ্ঠরা তাঁর কতটা ভালো চান, সন্দেহ আছে। কিন্তু মমতা যাদের দায়িত্ব দিয়েছেন, তাঁদের কী ভূমিকা? মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। উনি ক’বার মিটিং করেছেন?’

Humayun Kabir TMC

ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়কের কথায়, ‘মুর্শিদাবাদ একটা বড় জেলা। এখানে ৩ জন সাংসদ, ২০ জন বিধায়ক আছেন। বিগত সাড়ে ৩ বছরে রাজনৈতিকভাবে যে জেলা দেখছেন, জেলার বিধায়কদের সঙ্গে কতদিন মিটিং করেছেন, কতদিন অভাব-অভিযোগের কথা শুনেছেন, কোন সমস্যার কথা শুনেছেন? বেলডাঙায় গণ্ডগোল হল, ববি হাকিম সেখানে কখন হস্তক্ষেপ করলেন? বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতদিন খোঁজ নিয়েছেন?’

হুমায়ুন (Humayun Kabir) বলেন, ‘আমাদেরকেই সবকিছু ফেস করতে হয়’। একইসঙ্গে তিনি মনে করেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়যে যারা ভুল বোঝাতে চাইছেন, যারা ঘেরাটোপে রাখতে চাইছে, তাঁরা ভবিষ্যতে জবাব পাবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর