বাংলা হান্ট ডেস্ক: আচ্ছা আপনাকে যদি বলি বিড়াল ইংরেজিতে কথা বলতে পারে। কি শুনে খানিক অবাক হলেন তাইতো? একথা বিশ্বাসই হতো না যদি না এই ভিডিও ভাইরাল (Viral Video) হত। “মিয়াও মিয়াও” নয় একেবারে স্পষ্ট ইংরেজিতে কথা বলছে পোষা বিড়াল। মালিকের কথা বুঝে ইংরেজিতে প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে। সাধারণত টিয়া পাখি কথা বলতে জানে, এমনটাই শুনে এসেছেন। তবে এবার বিড়ালও কথা বলছে। কখনো বলছে “নো” আবার কখনো বলছে “লাভ ইউ”। সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতে নেট নাগরিকরা বেশ আপ্লুত।
ভাইরাল ভিডিওতে (Viral Video) বিড়াল কথা বলছে:
বেশিরভাগ সময় সকলে বাড়িতে পোষ্য পশু রাখার জন্য কুকুরকে শ্রেয় মনে করেন। সকলের মতে কুকুর হচ্ছে প্রভু ভক্ত প্রাণী। বিড়ালকে পোষ্য হিসেবে অনেকেই পছন্দ করেন না। তার কারণ হচ্ছে বিড়াল বেশি নোংরা করে, আর তারা কোন কিছু শিখতে চায় না। তবে এবার সমাজ মাধ্যমের একটি ভিডিও যেন অন্য কথা বলছে। ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, একটি বিড়াল হাত উঠিয়ে বলছে “হ্যালো”। আবার ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বস্তুর উপর বিড়াল ঝুলছে আর বিড়ালের মালিক জিজ্ঞেস করছে সে কি আটকে পড়েছে? উত্তরে বিড়ালটি ইংলিশে বলে আই এম। অর্থাৎ সে সত্যিই আটকে পড়েছে।
লাভ ইউ বলছে বিড়াল:
তবে এগুলি তো সাধারণ বিষয়। ভিডিওতে আরও যা যা কথা বলতে শোনা গেছে শুনলে আপনারা চমকে যাবেন। ওই একই ভিডিওতে, একটি বিড়ালকে কেলি বলে ডাকেন এক যুবতী, বিড়ালটি উত্তর দেয় “হোয়াট”। আর এমন বলতে দেখে কেলির মালিকও রীতিমতো অবাক হয়ে যান। আবার দেখা যায়, একটি মেয়ে তার পোষ্য বিড়ালকে বলছে “আই লাভ ইউ”। প্রত্যুত্তরে ওই বিড়ালটিও বলে “লাভ ইউ”। ক্ষুদে বিড়াল গুলির এমন কিউট উত্তর শুনে সকলেই মজা পেয়েছেন।
আরও পড়ুন: কার্তিক পুজোয় পুলিশকর্তার উদ্দাম নাচ, হার মানাবে হিরোদেরকেও, সমাজ মাধ্যমে তুমুল ভাইরাল ভিডিও!
বোঝাই যাচ্ছে, এই ভাইরাল ভিডিওটি (Viral Video) একাধিক ভিডিও সংযুক্ত করে তারপর পোস্ট করা হয়েছে। আর তাতেই এক একটি বিড়ালের এক একরকম প্রতিক্রিয়া উঠে আসে। এমনকি দেখা যায় “ওকে” “হ্যালো” ইত্যাদি ইংরেজি শব্দও উচ্চারণ করতে। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে “পোস্টস অফ ক্যাটস” নামক এক্স হ্যান্ডেল (X Handle) অ্যাকাউন্ট থেকে। পোস্ট করা ক্যাপশনের লেখা, “আপনি কি জানেন বিড়ালরা ইংরেজিতে কথা বলতে পারে?” সাথে হাসির ইমোজি।
https://twitter.com/PostsOfCats/status/1856811848252698760
ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউস সংখ্যা প্রায় তিন মিলিয়ন ছুঁই ছুঁই। এমনকি দুলাখেরও বেশি নেট নাগরিকরা ভালোবাসা এঁকে দিয়েছেন সমাজ মাধ্যমে। কমেন্ট বক্স ভরেছে বিভিন্ন রকমের মন্তব্যে। কেউ মন্তব্য করেছেন বিড়াল গুলি খুব কিউট, আবার কেউ বলেছেন, বিড়ালরা শব্দের অনুকরণ করতে অত্যন্ত দক্ষ। আবার কেউ বলেছেন, তার বিড়ালও ঠিক এই ভাবেই কথা বলে। অর্থাৎ এখানে যারা কমেন্ট করেছেন প্রায় সকলেই বিড়াল প্রেমী নয় তো পশুপ্রেমী।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!