বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরেই বাড়বে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance)! এই নিয়েই এখন জোড়ালো জল্পনা। সূত্রের খবর, ২০২৫ সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করবে সরকার। ইতিমধ্যেই সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তবে ঠিক কবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? বা কত শতাংশ বাড়ানো হবে সে বিষয়ে আপাতত কোনও দিনক্ষণ জানা যাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের শুরুতেই মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। শোনা যাচ্ছে তিন শতাংশ হারে তাদের ডিএ বৃদ্ধি পাবে। সেই নিয়েই সরকার তোড়জোড় শুরু করে দিয়েছে বলে খবর। জানিয়ে রাখি, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
এবারে ২০২৫ এর শুরুতে যদি ফের তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি পায় তাহলে তার পরিমাণ হবে ৫৩ শতাংশ। উল্লেখ্য, কেন্দ্রের সরকারি কর্মীরাও বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদিও জানুয়ারিতে যদি মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়েও তাহলেও তা কেন্দ্রের সমান হবে না। কারণ কারণ ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও একদফায় ডিএ বাড়তে পারে।
জানিয়ে রাখি, দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে ডিএ বেড়েছে তা মিলছে ১ জুলাই থেকে। আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।
আরও পড়ুন: শীতের মাঝেই আজ থেকে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারপর বাড়বে জুলাই মাসে।