বাজার কাঁপাচ্ছে Realme C75, 50 mp ক্যামেরা, 6000mAH ব্যাটারি! দাম, ফিচার সবেতেই ধামাকা!

বাংলা হান্ট ডেস্ক: ভালো ফোন মানেই আইফোন! এটাই সকলের ধারণা। তবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। কারণ বাজার কাঁপাতে এসেছে রিয়েলমি (Realme) C75। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে লঞ্চ হয়েছে Realme এর এই নতুন ভার্সন। এমনিতেই গ্যাজেট লাভাররা মার্কেটে কখন কি ফোন আসছে সেই নিয়ে সর্বদা সজাগ থাকে। আর এবার রিয়েলমির নতুন সংস্করণ পেয়ে আনন্দে রীতিমত আত্মহারা। ডিসপ্লে থেকে ক্যামেরা, ব্যাটারি নতুন স্মার্ট ফোনে কি না নেই। এর বৈশিষ্ট্য মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।

লঞ্চ হয়েছে রিয়েলমি (Realme) C75:

এতক্ষণ আমরা যে রিয়েলমির কথা বলছি সেটা কিন্তু ভারত নয়, কোম্পানি ভিয়েতনামে তাদের Realme C75 ফোনটি লঞ্চ করেছে বলে জানা যায়। লাইটনিং গোল্ড এবং ব্ল্যাক স্টোর্ম নাইট কালারে বাজারে আনা হয়েছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি এবং আধুনিক ডিজাইন।

 

Realme launch new mobile in market

রিয়েলমি (Realme) C75 এর মূল্য কত?
জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কে অফিশিয়ালি ভাবে কিছু জানানো হয়নি। তবে এটি একটি সাশ্রয়ী মূল্যের ফোন হতে পারে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে, এটির ভারতীয় মুদ্রায় ১০ হাজারের মধ্যেও আসতে পারে। এখনো সব জায়গায় লঞ্চ না হলেও খুব শীঘ্রই কোম্পানি অন্যান্য বাজারেও C75 আনতে চলেছে।

ফোনের ডিজাইন:
ফোনটির ডিজাইন অত্যন্ত মজবুত ভাবে করা হয়েছে। এমনকি ফোনকে সুরক্ষিত রাখতে ArmorShell Tempered Glass এর ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ফোনকে জল তুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স MIL-STD-810H সার্টিফিকেশন দিয়ে তৈরি। সবমিলিয়ে এই ফোন কিনলে অনায়াসে নিশ্চিন্তে থাকতে পারবেন। না থাকবে নষ্ট হওয়ার ঝামেলা না থাকবে ভেঙ্গে যাওয়ার ভয়।

Realme C75 এর বিশেষ বৈশিষ্ট্য:

রিয়েলমি (Realme) C75 ফোন রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি সহ IPS LCD ডিসপ্লে দিয়ে তৈরি। এছাড়াও এর স্ক্রিনে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। পাশাপাশি ফোনে Mali-G57 MC2 GPU সহ MediaTek Helio G92 Max চিপসেট যোগ করা রয়েছে। এটি মূলত একটি 4g সেট।

আরও পড়ুন : আরেব্বাস! এবার এক্কেবারে ভোলবদল হবে PAN কার্ডের, কেন্দ্রের মাস্টারস্ট্রোকে কী সুবিধা মিলবে ?

স্টোরেজ:
এই ফোনে 8GB RAM + 16GB পর্যন্ত ডায়নামিক RAM রয়েছে। এছাড়াও 128GB/256GB/512GB ইন্টারনাল স্টোরেজের অপশন রয়েছে। চাইলে আপনারা মেমরি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানো যায়।

আরও পড়ুন : সবুরে মেওয়া ফলে! এক ধাক্কায় ১২ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা অর্থ দফতরের

ক্যামেরা:
Realme C75 ফোনে ফটোগ্রাফির জন্য দুর্দান্ত। কারণ এতে রয়েছে 50MP প্রাইমারি এবং সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার জাদুতে আপনার মোবাইলে ফটোর ঝড় উঠবে। তবে এই ফোনের আসল বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটারিতে। রিয়েলমি (Realme) C75 ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে। এমনকি এই ফোনে রয়েছে রিভার্স চার্জিং ফিচার। অর্থাৎ এই ফোনের সাহায্যে অন্য কোনো ফোন চার্জ করাও সম্ভব। ভাবছেন এটাও সম্ভব? হ্যাঁ সম্ভব রিয়েলমি থাকলে সব সম্ভব। ধৈর্য্য রাখুন খুব শীঘ্রই হয়তো ভারতের বাজারেও C75 লঞ্চ হতে চলেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর