বাংলা হান্ট ডেস্কঃ অতীতে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে সরকারি প্রকল্পে রাজ্যের বরাদ্দ টাকা না মেটানোর অভিযোগ তুলেছে বাংলা। সদ্য শুরু হওয়া শীতকালীন অধিবেশনেও কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্য (Government of West Bengal)। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে শুক্রবার রাতেই গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রের তরফে রাজ্যকে (Government of West Bengal) এক হাজার কোটির কিছু বেশি টাকা বরাদ্দ হয়েছে।
বিশ্বব্যাঙ্কের থেকে ঋণ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)
তবে এই একটি প্রকল্প ছাড়া, আরও একাধিক সরকারি প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রয়েছে রাজ্যের(Government of West Bengal)। যার মধ্যে অন্যতম একশ দিনের কাজ প্রকল্প সহ কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্প। এই দুই প্রকল্পে পুরোপুরি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এছাড়া মিড ডে মিলসহ আরো বেশ কিছু প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ কোনরকমে টিকে রয়েছে।
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যের বরাদ্দ মেটাচ্ছে না কেন্দ্রীয় সরকার ফলে এই প্রকল্পের সমস্ত কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে রাজ্য সরকার। তাই এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে যাতে প্রকল্পের কাজ করা যায় মরিয়া ভাবে তারই চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
বিশ্ব ব্যাংকের থেকে এই প্রকল্পের ঋণ নিতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। তবে জানা যাচ্ছে, এই ঋণ পাওয়ার জন্য ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তবে এতেই উৎফুল্ল হওয়ার খুব একটা কারণ কারণ নেই।
কারণ বৈঠক ইতিবাচক হওয়ার মানে এই নয় যে বিশ্ব ব্যাংকের থেকে সহজেই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ঋণ পাওয়া যাবে। কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতা ছাড়া রাজ্যগুলিকে সরাসরি ঋণ দেয় না বিশ্ব ব্যাংক। এক্ষেত্রে তাই কেন্দ্রীয় সরকার অনেকটা গ্যারান্টারের মতো কাজ করবে। তাছাড়া বিশ্ব ব্যাঙ্ক আগে খতিয়ে দেখে এই প্রকল্প রূপায়িত হলে কতটা উপকার পাওয়া যাবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত আদিবাসীরা! এবার আওয়াজ তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আর এক্ষেত্রে গ্যারান্টার হিসেবে কেন্দ্রীয় সরকারকেও বলতে হবে বিশ্ব ব্যাংক ওই টাকা দিলে তার সুফল অবশ্যই মিলবে। কেন্দ্রের তরফে নিশ্চয়তা মিললে তবেই ওই টাকা বিশ্ব ব্যাংক ঋণ দিয়ে থাকে রাজ্য সরকারকে। তবে স্বাস্থ্য মিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেই নিশ্চয়তা দেবে কিনা তা নিয়ে সংশয় আছে।
এমনিতেই জাতীয় স্বাস্থ্য মিশনের ব্র্যান্ডিং বা নামকরণ নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সরকারের রেষারেষি লেগেই রয়েছে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রকল্পের নাম বদলে নিজেদের নামে চালাচ্ছে রাজ্য। অন্যদিকে রাজ্যের দাবী যেহেতু এই প্রকল্পের টাকা অধিকাংশ টাকা রাজ্য সরকার দিচ্ছে তাই এখানে শুধুমাত্র কেন্দ্রের দেওয়া নামেই এই প্রকল্প কার্যকর কেন হবে? সূত্রের খবর এই কারণেই নাকি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যের বরাদ্ধ টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কাজেই আগামী দিনে বিশ্ব ব্যাংকের থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আদৌ সবুজ সংকেত দেবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।