বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বাংলাদেশে (Bangladesh) গ্রেপ্তার হয়েছেন সনাতনী সাধু চিন্ময়কৃষ্ণ দাস। তারপর থেকেই হিন্দু সাধু গ্রেপ্তারের ঘটনায় উত্তাল বাংলাদেশ (Bangladesh)। অভিযোগ ওপার বাংলার হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে ইউনুস সরকার। সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও।
বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
ইতিমধ্যেই বাংলাদেশের (Bangladesh) হিন্দু সন্ন্যাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের ইউনুস সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।
ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গ রাজনীতি। বাংলাদেশের ঘটনাকে ‘বাড়াবাড়ি হচ্ছে’ বলে মন্তব্য করলেও সেইসাথে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকে সে দেশের ‘আভ্যন্তরীণ বিষয়’ বলেও মন্তব্য করেছেন সিদ্দিকুল্লা।
আরও পড়ুন: টাকা দিচ্ছে না কেন্দ্র! টাকা জোগাড় করতে বড় সিদ্ধান্ত রাজ্যের, এবার দ্বারস্থ হল বিশ্বব্যাঙ্কের
এদিন বাংলাদেশ ইস্যুতে বেশ ঝাঁঝালো মন্তব্য শোনা গেল মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রীর গলায়। সিদ্দিকুল্লার কথায়, ‘বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে। বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিত ভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’
তবে এখানেই শেষ নয় এরপরেও ইউনুস সরকারের সমর্থনে এদিন সিদ্দিকুল্লা বলেন, ‘এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদীজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন – এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী। ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লা চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, ক’টা থানায় কেস দেখেছেন? অপরাধ হল অপরাধ।’