বক্স অফিসে দাপট হরর কমেডির, আগামীতে মুক্তির অপেক্ষায় ৪ টি দুর্দান্ত ছবি

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে হরর কমেডি (Horror Comedy) ঘরানা রয়েছে অনেক আগে থেকেই। ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি এই ঘরানার উপরে ভর করেই ফুলেফেঁপে উঠেছে এখন। অক্ষয় কুমার জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন এই ঘরানায়। সম্প্রতি বেশ কিছু হরর কমেডি (Horror Comedy) ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে। আগামীতেও কয়েকটি ছবি রয়েছে রিলিজের অপেক্ষায়।

চারটি হরর কমেডি (Horror Comedy) রয়েছে মুক্তির অপেক্ষায়

চলতি বছরেই পরপর মুক্তি পেয়েছে তিন তিনটি হরর কমেডি (Horror Comedy) ঘরানার ছবি। প্রতিটিই দর্শকদের তাক লাগাতে সক্ষম হয়েছে। বক্স অফিসেও উল্লেখযোগ্য ছাপ রেখেছে তিনটি ছবিই। আর এই সাফল্যের উপরে ভর করেই আগামীতে আরো কিছু হরর কমেডি (Horror Comedy) ঘরানার ছবি নিয়ে আসছেন নির্মাতারা। তালিকায় রয়েছে কোন কোন ছবি, দেখে নিন এক ঝলকে-

These horror comedy movies are yet to release

ভূত বাংলা- হরর কমেডির (Horror Comedy) বেতাজ বাদশা অক্ষয় কুমার কামব্যাক করছেন এই ছবির হাত ধরে। এর আগেই আভাস মিলেছে, বলিউডের হরর ইউনিভার্সের অংশ হতে চলেছে ছবিটি। মুখ্য চরিত্রে অক্ষয় ছাড়াও থাকবেন বাণী কাপুর, ভূমি পেডনেকর এবং পরেশ রাওয়াল। চলতি বছরের শেষেই ছবিটি মুক্তির সম্ভাবনা থাকলেও এখনো তারিখ প্রকাশ্যে আসেনি।

ওয়ে ভূতনি কে- মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী আবারো বলিউডে ফিরছেন এই ছবির হাত ধরে। তাঁর বিপরীতে দেখা যাবে নিকিতা শর্মাকে। ভৌতিক শিরশিরানির সঙ্গে কমেডির ছোঁয়া শীতের সন্ধ্যাকে আরো জমিয়ে দেবে। চলতি বছরেই ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

আরো পড়ুন : জাতীয় সঙ্গীতের পর বিশ্ব সঙ্গীত লেখার অনুরোধ, কী উত্তর দিয়েছিলেন রবি ঠাকুর? জানালেন দিলজিৎ

রাজা সাব- শুধু হিন্দিই নয়, তালিকায় থাকছে তেলুগু ছবিও। হরর (Horror Comedy) এর সঙ্গে কমেডি এবং রোম্যান্সও থাকছে গল্পে। অভিনয় করবেন প্রভাস, নিধি আগরওয়াল এবং মালবিকা মোহনন। আগামী বছর ১০ ই এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।

আরো পড়ুন : ‘জীবনের প্রথম প্রেম’, এত বছর পর স্বীকৃতি স্বস্তিকার! কেন ভেঙেছিল জিতের সঙ্গে সম্পর্ক?

থামা- এই প্রথম হরর কমেডি ছবিতে দেখা যাবে আয়ুষ্মানকে। ছবিতে থাকছেন রশ্মিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী। ২০২৫ এই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর