জেল থেকে ফিরেছেন আগেই, এবার পুলিশ পাহাড়ায় ভাঙড়ে আরাবুল

বাংলা হান্ট ডেস্কঃ খরা কাটিয়ে টানা ১০ মাস পর অবশেষে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতিতে ফিরছেন আরাবুল ইসলাম (Arabul Islam)। তাই গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। জামিন মেলার পর আদালতের নির্দেশ মেনেই সোমবার পুলিশ পাহাড়ায় পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম (Arabul Islam)। এবার থেকে সপ্তাহে মোট ২ দিন ভাঙড়ের  বিডিও অফিসে থাকার অনুমতি পেয়েছেন আরাবুল (Arabul Islam)।

১০ মাস পর ভাঙড়ে ফিরছেন আরাবুল (Arabul Islam)

আরাবুল ফিরে আসার খবর প্রকাশ্যে আসতেই ভাঙড়ের রাজনৈতিক মহলে গুঞ্জন, পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর পেতে মরিয়া আরাবুল। অন্যদিকে  শওকত মোল্লা ঘনিষ্ট খাইরুল ইসলামরা কোনোমতেই আরাবুলকে ঘর দিতে চান না বলেই খবর। তাই আরাবুল ফেরার সাথে সাথেই গ্রামে আবার অশান্তি ফেরার আশঙ্কায় গ্রামবাসীরা।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ব্যাপক উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। খুন হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা নামের একজন আইএসএফ কর্মী। এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের। এই ঘটনার বেশ কিছুদিন পরেই চলতি বছরের ৪  ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় আপডেট! ইডির জালে ২,উদ্ধার বিপুল সম্পত্তি

টানা পাঁচ মাস জেলবন্দি ছিলেন আরাবুল। তারপর গত ২ জুলাই জামিন পান তিনি। আরাবুল জেলে থাকার সময় লোকসভা ভোটের আগেই তাকে ভাঙড়  ২ নম্বর ব্লক তৃণমূলের কডভেনার পর থেকে সরিয়ে দিয়েছিল দল। লোকসভা নির্বাচনেও আরাবুল হীন ভাঙরে শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল জয়লাভ করেছিল ভাঙড়ে।

এরপর ৯ জন ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সোনালী বাছাড়কে কার্যকারী সভাপতি করে আনা হয় আরাবুলের জায়গায়। অন্যদিকে আরাবুল জামিন পাওয়ার আগেই তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির সভাপতির বোর্ড খুলে ফেলা হয়। যা নিয়ে ব্যাপক তরজা হয় রাজনৈতিক মহলে। অন্যদিকে ততদিনে জামিন পেয়ে যান আরাবুল।

Arabul Islam

কিন্তু তার বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢোকার ব্যাপারে জারি হয় নিষেধাজ্ঞা। তাই জেল থেকে ফিরলেও নিজের গড়ে ফিরতে পারেননি আরাবুল। তবে আজ ১০  মাস পর তিনি ভাঙড়ে ফিরতে চলেছেন। এমনিতে বাংলার  রাজনীতির আঙিনায় ভাঙড় বরাবরই হটস্পট হয়ে থেকেছে। এখন দেখার এতদিন পর আরাবুল ইসলাম ভাঙড়ে ফেরার পর আবার নতুন করে কোন অশান্তি মাথা ছাড়া যায় কিনা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর