বাংলা হান্ট ডেস্ক: শীতের মাঝেই হানা দিয়েছিল বৃষ্টি। গত দু’দিনে হালকা থেকে মাঝারি ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। সবমিলিয়ে শীতের আমেজ একেবারে মাঠে মারা যাচ্ছিল। তবে এবার আশার খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে আর বৃষ্টি (Rain) হবে না দক্ষিণবঙ্গে। কমবে তাপমাত্রাও। সবমিলিয়ে কেমন থাকবে মঙ্গলে আবহাওয়া? রইল আগাম আপডেট।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া পাশাপাশি কলকাতাতেও (Kolkata) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।
এদিকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের না হলেও তারপর থেকে নামবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন: ‘বৃহত্তর ষড়যন্ত্র’! আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়! CBI যা বলল…
বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ৯ তারিখের পর কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের কোনো কোনো জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। চলতি সপ্তাহে বাড়বে কুয়াশার দাপট।
আরও পড়ুন: মর্মান্তিক! কালীপুজোর প্রসাদ খাওয়ার পর গায়ে এঁটো জল ফেলার শাস্তি! পিটিয়ে খুন করা হল প্রৌঢ়কে
এক নজরে উত্তর (North Bengal Weather): মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং এবং কালিম্পঙের কিছু অংশে বৃষ্টি হতে পারে। আগামী দু’দিনে দু-এক ডিগ্রি তাপমাত্রা হেরফের হতে পারে। দার্জিলিং এবং উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা ভোগাতে পারে সকালের দিকে।