বরফ গলার ইঙ্গিত! অবশেষে রাজ্যের নীল-সাদাকেই মান্যতা দিল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের প্রকল্প কিংবা স্বাস্থ্য ক্ষেত্রের (Health Centre) আয়ুষ্মান ভারত প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের জন্য বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

স্বাস্থ্য ক্ষেত্রে (Health Centre) রাজ্যের নীল-সাদাকেই মান্যতা দিল কেন্দ্র

অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে পাল্টা যুক্তি হিসেবে কখনও সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, কখনও কেন্দ্রের দেওয়া নির্দিষ্ট গাইডলাইন না মানার অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগেই পশ্চিমবঙ্গ সরকারের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

স্বাস্থ্য ক্ষেত্রে (Health Centre) আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা আটকে রাখার কারণ হিসেবে উঠে এসেছিল রং বিতর্ক। চিঠি দিয়ে লিখিত ভাবেই রাজ্যকে সাফ জানানো হয়েছিল জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ টাকা পাওয়ার জন্য কেন্দ্রের ‘ব্র্যান্ডিং’ সংক্রান্ত গাইডলাইন অগ্রাহ্য করেছে রাজ্য সরকার। এছাড়াও এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছিল বেশ কিছু শর্ত। সেটাও অমান্য করেছে রাজ্য।

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পকে বাংলায় চালানো হচ্ছে ‘সুস্বাস্থ্য’ (Health Centre) হিসেবে। শুধু তাই নয়, কেন্দ্রের নিয়ম অমান্য করে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং নীল সাদা করে দিয়েছে রাজ্য সরকার। যদিও জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি অনুযায়ী এই বরাদ্দ পেতে গেলে বিল্ডিং-এর নাম সুস্বাস্থ্য কেন্দ্রের পরিবর্তে করতে হবে আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার।

বিতর্ক তৈরী হয়েছে বিল্ডিং-এর রং নিয়েও। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে এই সুস্বাস্থ্য (Health Centre) ভবনের রং নীল-সাদার পরিবর্তে হলুদ করতে হবে। আর এই কারণেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র গাইডলাইন মানার প্রস্তাব দিলেও নিজেদের রং না বদলানোর সিদ্ধান্তে অনড় ছিল রাজ্য।

আরও পড়ুন: বৃন্দা অতীত! এবার আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন এই হেভিওয়েট আইনজীবী

সূত্রের খবর অবশেষে রাজ্যের এই নীল সাদা রং-কেই মান্যতা দিয়েছে কেন্দ্র। যার ফলে আগামী দিনে এই প্রকল্পে কেন্দ্রীয় টাকা পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ। জানা যাচ্ছে, রাজ্যের নীল সাদা রং নিয়ে কেন্দ্রের কোন আপত্তি নেই বলেই জানানো হয়েছে।

Health 1

যদিও এখনও পর্যন্ত ব্র্যান্ডিং সংক্রান্ত জট কাটেনি। তবে এই বিষয়ে এখন কেন্দ্রের সাথে আলোচনা চলছে বলেই খবর। যদিও ইতিমধ্যেই প্রকল্পের লোগো বসানোর কাজ শুরু হয়েছে রাজ্যে। প্রসঙ্গত এই রং বিতর্কে রাজ্য প্রশাসনের এক  শীর্ষকর্তা জানিয়েছেন রাজ্যের প্রায় এমন ১৩  হাজার পরিকাঠামো রয়েছে, যেগুলিতে আগেই  রং করা হয়ে গিয়েছে। তাই এখন আবার নির্দেশ মেনে রং বদলাতে হলে বিপুল পরিমাণ খরচ হতো। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন জনসাধারণের কথা মাথায় রেখে কেন্দ্র নিজের অবস্থান থেকে সরে এলেই এই বরাদ্দের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে রাজ্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর