বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটি দিন, ক্যালেন্ডারের পাতা উল্টালে শুরু হয়ে যাবে নতুন বছর। নতুন বছর শুরু মানে সকলের জীবনে নতুন আরো একটি অধ্যায় শুরু। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, বছরের শুরুটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে গোটা বছরটাই ভালোভাবে কাটে। আর এবার ২০২৫ এর জানুয়ারিতেই ৫ রাশির ভাগ্য তুমুল বদলাবে। ভাগ্যের চাকায় স্বয়ং মা লক্ষ্মী এসে বসবাস করবেন। মূলত গ্রহদের স্থান পরিবর্তনই পাঁচ রাশির জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে জানুয়ারিতে গ্রহদের স্থান পরিবর্তন:
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, বছরের প্রথম মাসেই অর্থাৎ ৪ঠা জানুয়ারি ২০২৫ এ একাধিক গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে। জানা গিয়েছে, জানুয়ারির ৪ তারিখে বুধ ধনুতে, ১৪ই জানুয়ারি সূর্য মকরে প্রবেশ করবে। এছাড়াও, একুশে জানুয়ারি শুক্র মিথুনে এবং ২৭শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। একসাথে একাধিক গ্রহদের স্থান পরিবর্তনের ফলে রাশিদের উপর বিশেষ প্রভাব পড়তে চলেছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হবে বিশেষ ৫টি রাশি।
কোন ৫টি রাশির জানুয়ারিতে শুভ যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে:
১) মেষ রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে মেষ রাশি জাতক-জাতিকাদের জানুয়ারিতেই বিরাট কোনো সুযোগ আসতে পারে। গ্রহদের স্থান পরিবর্তনের কারণে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সম্পন্ন হবে। শুধু তাই নয় দীর্ঘকালের মনস্কামনাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার চাকরিতে বিরাট কোন সুসংবাদ আসতে পারে। নতুন বছরের নতুন মাসে ব্যবসায় বৃদ্ধি যোগ রয়েছে। তাই প্রথম মাস থেকেই নিজের জীবনকে সুন্দর করে কাটান।
২) মিথুন রাশি: নতুন বছর মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্র অনেকটাই বাধা মুক্ত থাকবে এই সময়। এইসময় যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছেন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের নতুন মাসে আয় বৃদ্ধি হতে পারে। জানুয়ারি মাসে এই রাশির জাতকেরা বিভিন্ন ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন। তাই যেকোনো জায়গায় বুদ্ধি দিয়ে কাজ করুন।
৩) সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য জানুয়ারি মাস হয়ে উঠবে অত্যন্ত লাভের। পড়ুয়াদের জন্য এই সময়টি বেশ ভালো। জ্যোতিষ শাস্ত্র অনুসারে (Astrology), এই সময় ভ্রমণের যোগ রয়েছে। বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে লাভবান হবেন। নতুন কিছুর পরিকল্পনা থাকলেও শুরু করতে পারেন। এতে লাভ বৈ ক্ষতি হবে না। এই সময় আরো ভালো কিছু ঘটতে পারে যা আপনি কল্পনাই করতে পারেননি।
আরও পড়ুনঃ শোভন অতীত! নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী সোহিনী, কে সেই নতুন প্রাণ পুরুষ?
৪) কন্যা রাশি: বছরের নতুন মাস শুভ ফল দেবে। চাকরিতে পদোন্নতির বিশেষ যোগ রয়েছে, পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। জীবনের সমস্ত বাধা-বিপত্তি এই সময় নির্মূল হবে। আটকে থাকার টাকা হাতে আসবে, কোথাও পুরনো বিনিয়োগ করে থাকলে তাতেও লাভবান হতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবনের সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন করে শুরু করার পরিকল্পনা করুন।
আরও পড়ুনঃ এবার চিনের দর্পচূর্ণ করবে ভারত! বিরাট প্ল্যান সামনে আনল সরকার, জানলে হয়ে যাবেন “থ”
৫) তুলা রাশি: তুলা রাশি জাতকদের জন্যও রয়েছে দারুণ সংবাদ। জ্যোতিষ শাস্ত্র (Astrology) বলছে এই সময় সবচেয়ে বেশি লাভবান হবে এই রাশি। সুখের সমুদ্রে ভাসবেন আপনি। কর্মক্ষেত্রে বিশেষ কিছু ঘটতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের রাস্তাও পুরো পরিষ্কার। একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। সমস্ত সমস্যা কাটিয়ে এবার ভালো দিন শুরু হলে বলে।