বাংলাহান্ট ডেস্ক : বেঁচে আছেন কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন (Zakir Hussain)। ১৫ ই ডিসেম্বর, রবিবার রাতে হঠাৎ খবর ছড়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল বলে খবর। তাঁর মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধু বাঁশি বাদক রাকেশ চৌরাসিয়া। কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। কিন্তু এর মাঝেই জাকিরের বোন জানান, বেঁচে আছেন তিনি।
বেঁচে আছেন জাকির হুসেন (Zakir Hussain)
রিপোর্ট থেকে জানা গিয়েছে, হার্ট সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জাকির হুসেনকে (Zakir Hussain)। শিল্পী রাকেশ চৌরাসিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, গত সপ্তাহে সানফ্রান্সিসকোতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবলা বাদককে। তিনিই জানিয়েছিলেন, তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কট জনক। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তবে তাঁর ম্যানেজার এবং বোন জানান, এখনো জীবিত রয়েছেন জাকির, তবে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কট জনক।
কী জানালেন শিল্পীর বোন: পিটিআই কে শিল্পীর বোন খুরশিদ জানান, জাকির হুসেন গুরুতর অসুস্থ এই মুহূর্তে। ভারত তথা গোটা বিশ্বে তাঁর অনুরাগীদের তাঁরা অনুরোধ করছেন শিল্পীর জন্য প্রার্থনা করতে। তিনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন। শিল্পীর বোন আরো বলেন, সংবাদ মাধ্যম যেন জাকিরের মৃত্যুর ভুল তথ্যে বিশ্বাস না করে। তিনি খুবই সঙ্কট জনক, তবে এখনো জীবিত রয়েছেন। তাই তাঁর মৃত্যুর ভুয়ো খবর যেন না ছড়ানো হয়। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফেও শিল্পী জাকির হুসেনের মৃত্যু সংবাদ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করা হয়েছিল। তবে পরে সেই পোস্ট মুছে ফেলা হয়।
আরো পড়ুন : দিব্যা ভারতী থেকে সুশান্ত, বলিউডের যে ছবিগুলি কোনোদিন দেখতে পারবে না মুক্তির আলো
ছোট বয়সে শুরু তবলা শিক্ষা: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে জাকির হুসেনের (Zakir Hussain) নাম। তিনি ছিলেন আরেক কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লাহ রাখা খানের সুযোগ্য পুত্র। মাত্র সাত বছর বয়সেই তবলা শিক্ষায় হাতেখড়ি হয় জাকিরের (Zakir Hussain)। আর মাত্র ১২ বছর বয়স থেকেই সারা দেশে জুড়ে অনুষ্ঠান করতে শুরু করেন তিনি।
আরো পড়ুন : এই বয়সেই এত বান্ধবী! ‘চ্যাম্পিয়ন’ ইউভানের কীর্তিতে গর্বিত রাজ-শুভশ্রী
পেয়েছেন বহু পুরস্কার: শুধু ভারতীয় সঙ্গীত নয়, আন্তর্জাতিক সঙ্গীত জগতেও অনন্য অবদান রয়েছে জাকির হুসেনের (Zakir Hussain)। অসংখ্য ভারতীয় এবং আন্তর্জাতিক ছবির জন্য সঙ্গীত তৈরি করেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে অগুনতি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন জাকির হুসেন (Zakir Hussain)। প্রথমে ১৯৮৮ সালে পদ্মশ্রী, তারপর ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় সঙ্গীতের সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন তিনি।