বিতর্কে ভর করেই চমক ‘চমকিলা’র, শাহরুখ-আল্লুকে ছাপিয়ে নয়া পালক জুড়ল দিলজিতের মুকুটে

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে দেশ জুড়ে কনসার্ট করছেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে শ্রোতাদের মাতিয়ে তুলছেন তিনি নিজের গান নিয়ে। এসেছিলেন কলকাতাতেও। ঘুরে গিয়েছেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে অলিগলি। কলকাতার আগে পরেও বিভিন্ন শহরে হয়েছে তাঁর অনুষ্ঠান। জনপ্রিয়তা তাঁর আগে থেকেই ছিল। এখন দিন দিন আরো খ্যাতি বাড়ছে তাঁর। এমনকি এবার শাহরুখ খান এবং আল্লু অর্জুনকেও ছাপিয়ে গিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)।

শাহরুখকে ছাপিয়ে গেলেন দিলজিৎ (Diljit Dosanjh)

বছর শেষে বিভিন্ন সমীক্ষা চালানো হচ্ছে। কোন তারকা, কোন ছবি বা গান বছর জুড়ে নজর কাড়ল তার রিপোর্ট প্রকাশ্যে আসছে। সম্প্রতি ইংল্যান্ডে প্রকাশিত হয়েছে সেরা ৫০ জন এশিয়ান তারকার তালিকা। সেখানে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)। জানলে অবাক হবেন, এক্ষেত্রে শাহরুখকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

Diljit dosanjh surpassed Shahrukh and allu too

তালিকার শীর্ষে পঞ্জাবি তারকা: গত বছরও প্রকাশিত হয়েছিল এই তালিকা। গত বছর শীর্ষে থেকেছেন শাহরুখ। এ বছর তাঁর জায়গা নিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)। কিং খান নেমে গিয়েছেন তালিকার ৩২ নম্বরে। অন্যদিকে এই তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছেন আল্লু। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন দেব প্যাটেল এবং প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও প্রভাস, হৃতিক রোশন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনের মতো তারকারাও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

 আরো পড়ুন : মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে নাশকতার ছক! বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ধৃত আব্বাস আলি

অভিনয়েও তুখোড় দিলজিৎ: সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন দিলজিৎ (Diljit Dosanjh)। মূলত গানের জন্য জনপ্রিয় হলেও তিনি অভিনয়ও করেন। পঞ্জাবি ছবি ছাড়াও বলিউডেও একাধিক ছবিতে অভিনয় করেছেন গায়ক। চলতি বছরেই মুক্তি পেয়েছিল ‘অমর সিং চমকিলা’। সেখানে মুখ্য চরিত্রে ছিলেন দিলজিৎ (Diljit Dosanjh)। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল পরিণীতি চোপড়াকে। দিলজিতের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে।

আরো পড়ুন : প্রস্তাব ফেরান শ্রীদেবী, সুবর্ণ সুযোগ লুফে নিয়ে রাতারাতি সুপারস্টার হন এই নায়িকা, একটি গান বদলে দেয় কেরিয়ার

প্রসঙ্গত, বছরের শেষ লগ্নে দিল লুমিনাতি ট্যুর করছেন দিলজিৎ। সম্প্রতি চণ্ডীগড়ের শোতে তিনি মন্তব্য করেন, যতদিন না মঞ্চের পরিকাঠামো ঠিক হচ্ছে ততদিন তিনি ভারতে পারফর্ম করবেন না। আগামী ২৯ শে ডিসেম্বর গুয়াহাটিতে শো রয়েছে দিলজিতের। এর সঙ্গে সঙ্গেই শেষ হবে তাঁর দিল লুমিনাতি ট্যুর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর