বাংলা হান্ট ডেস্কঃ দেশের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি তিনি। গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। শোনা গিয়েছিল, এবার তাঁকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে শেষ অবধি এই দায়িত্ব পেলেন না তিনি। বরং বেছে নেওয়া হল সুপ্রিম কোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতিকে।
কেন চন্দ্রচূড়কে (DY Chandrachud) দায়িত্ব দেওয়া হল না?
গত জুন মাস থেকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদটি ফাঁকা রয়েছে। সম্প্রতি জানা যায় সেটি পূরণে উদ্যোগী হয়েছে সরকার। কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে খোদ প্রধানমন্ত্রী চন্দ্রচূড়কে চাইছেন বলেও খবর সামনে আসে। তবে শেষ অবধি দেখা গেল, এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুভ্রমন্যনকে। ২০২৭ সালের ডিসেম্বর মাস অবধি এই দায়িত্ব সামলাবেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চেয়ারম্যান বাছাইয়ের কাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন চার সদস্যের একটি কমিটি। পিএম মোদী বাদে সেই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।
আরও পড়ুনঃ দুর্ঘটনা রুখতে নতুন নিয়ম! ফ্লাইওভারে বাইক চলাচল নিয়ে বড় সিদ্ধান্তের পথে লালবাজার
জানা যাচ্ছে, সম্প্রতি ওই কমিটির বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতে প্রবল আপত্তি জানান রাহুল এবং খাড়্গে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের কাজ নিয়ে বিভিন্ন মহল থেকে অতীতে প্রশ্ন উঠেছে। তাঁর বেশ কিছু রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সেই কারণে সদ্য প্রাক্তন সিজেআইয়ের নামে ঐকমত্যে পৌঁছনো যায়নি বলে খবর।
এদিকে রিপোর্ট বলছে, প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ও (DY Chandrachud) এই বিতর্কের আঁচ পেয়েছিলেন। সেই কারণে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। একাধিক সূত্র মারফৎ এমনটা জানা গিয়েছে বলে খবর। শেষ অবধি তাই এই পদের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুভ্রমন্যনকে বেছে নেওয়া হয়। ২০২৭ সালের ডিসেম্বর মাস অবধি এই পদে আসীন থাকবেন তিনি।