সচিনের পর ভারতীয় হিসেবে প্রথম ধোনি! কীসের নিরিখে দেখে নেওয়া যাক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩৫০ ম্যাচ খেলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।সচিন তেন্ডুলকরের পরেই নিজের নামের পাশের ৩৫০ ম্যাচ লিখিয়ে নিলেন মাহি।বিশ্বের ক্রিকেট ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে ৩৫০ ম্যাচ খেললেন বিশ্বসেরা ফিনিশার।

প্রসঙ্গত নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলতে নামলেন ধোনি। আর সেই ম্যাচ খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ৩৫০ তম ম্যাচটি খেলতে নামলেন মহেন্দ্র সিং ধোনি।এখনও অবধি ৩৪৯ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ধোনির ঝুলিতে রয়েছে ১০,৭২৩ রান। গড় ৫০.৫৮।

তবে ধোনি তাক লাগিয়েছেন স্টাম্পিং আর ক্যাচ আউট করে। আজকের হিসেব বাদ দিলে ৩৪৯ টা ওয়ান ডে ম্যাচে ৩২০টি ক্যাচ লুফেছেন ধোনি।

X