নির্ধারিত সময়ের বেশী কাজ করলেই দিতে হবে জরিমানা! কোথায় এমন নিয়ম চালু

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয়দের কর্মক্ষেত্রে সময় নিয়ে অভিযোগ প্রায় সবসময়ই। ষকাজের ক্ষেত্রে যতটা কম সময়ে কাজ করা যায় সেই রাস্তা খোঁজেন অধিকাংশই। কিন্তু নির্ধারিত সময় কাজ না করলে যদি কয়েক লক্ষ টাকা জরিমানা দিতে হতো?

প্রসঙ্গত কোরিয়ায় এমনই নিয়ম। তাছাড়া আইন বলবৎ করে সে দেশে কমানো হয়েছে কাজের সময়। আনন্দ পাওয়া তো দূরের কথা, সেই কারণে বরং ভেঙে পড়েছেন কোরিয়াবাসী। বিশ্বের সর্বাধিক কর্মক্ষম দেশগুলির সঙ্গে ভারতবর্ষের মানসিকতার ফারাক এখানে। জানা যাচ্ছে গত বছরের আগে পর্যন্ত কোরিয়ার অফিসগুলিতে কাজের সময়সীমা ছিল সপ্তাহে ৬২ ঘণ্টা। যা কমিয়ে ৫৮ ঘণ্টা করা হয়েছে।

53036413 cefb 4367 8649 31c7d7563d94কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্যই এমন অভিনব পন্থা।

সম্পর্কিত খবর