বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli) সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর ছবি এবং ভিডিও ভাইরাল হয়। যদিও, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। শুধু তাই নয়, এবার তাঁকে মহারাষ্ট্রের থানের হাসপাতালের রুমে “চক দে ইন্ডিয়া” গানে নাচতেও দেখা গিয়েছে।
হাসপাতালে নাচলেন বিনোদ কাম্বলি (Vinod Kambli):
এদিকে, এই সম্পর্কিত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেটি প্রত্যক্ষ করে বিনোদ কাম্বলির (Vinod Kambli) অনুরাগীরা স্বস্তি পেয়েছেন। কাম্বলির নাচের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। এর পাশাপাশি, ক্রিকেট অনুরাগীরা তাঁর সুস্থতার জন্য দ্রুত প্রার্থনা করছেন।
Vinod Kambli danced in the hospital #VinodKambli pic.twitter.com/uYxnZMbY1u
— Cricket Skyblogs.in (@SkyblogsI) December 31, 2024
২১ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন যে, বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এর পাশাপাশি, দুর্বল হওয়া সত্বেও কাম্বলি নিজেও দ্রুত সুস্থ হতে চাইছেন। জানিয়ে রাখি যে, ৫২ বছর বয়সী কাম্বলি মূত্রনালীর সংক্রমণ এবং পেশীতে টানের সম্মুখীন হয়ে গত ২১ ডিসেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: বছরের শেষেও বাজিমাত ISRO-র! সফল উৎক্ষেপণ হল SPADEX মিশনের, ইতিহাস তৈরি করল ভারত
পরে বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষায় তাঁর মস্তিষ্কে “ক্লট” পাওয়া যায়। হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন পর কাম্বলিকে একটি মোটিভেশনাল গান গাইতে দেখা যায়। এদিকে, তাঁর (Vinod Kambli) এই কঠিন সময়ে তাঁকে সমর্থন করার জন্য তিনি তাঁর বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন।
আরও পড়ুন: ২০২৫-এ কবে, কার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া? দেখে নিন পুরো Schedule
সচিন তেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়: বিগত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন কাম্বলি (Vinod Kambli)। সম্প্রতি সচিন তেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তাঁদের শৈশবের কোচ রমাকান্ত আচরেকারের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় দু’জনকে। সেখান থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে কাম্বলির দুর্বল চেহারা এবং শারীরিক অবস্থার অবনতি দেখে অবাক হয়েছিলেন সকলেই। এমতাবস্থায়, সুনীল গাভাস্কার থেকে শুরু করে কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটাররা কাম্বলিকে সাহায্য করতে এগিয়ে আসেন।