বাংলা হান্ট ডেস্ক: মেলবোর্ন টেস্টে ভারতের শোচনীয় পরাজয়ের পর তুমুল সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটাররাও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নতুন বছরের প্রথম সপ্তাহেই রোহিত এবং কোহলির টেস্ট কেরিয়ার শেষ হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এদিকে, বিভিন্ন কারণের জেরেই এই জল্পনার উদ্রেক ঘটেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
নতুন বছরের শেষ হবে রোহিত (Rohit Sharks)-বিরাটের টেস্ট কেরিয়ার?
প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে ভারতের টেস্ট এবং ODI দলের অধিনায়ক। তবে তাঁর টেস্ট অধিনায়কত্ব কেড়ে নিয়ে তাঁর দল থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলিও। প্রথমে অধিনায়ক রোহিত শর্মার কথা বলা যাক। যিনি শেষ ৯ টি টেস্ট ম্যাচের ১৭ টি ইনিংসে মাত্র ১৬৪ রান করতে সক্ষম হয়েছেন। তিনি একটি হাফ-সেঞ্চুরিও করেছেন। এদিকে, এহেন পরিসংখ্যান দল থেকে যেকোনও বড় ব্যাটারকেও বাদ দেওয়ার জন্য যথেষ্ট। অধিনায়ক হিসেবেও ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। শেষ ৬ টি টেস্ট ম্যাচের মধ্যে ৫ টিতেই হেরেছে টিম ইন্ডিয়া। আরেকটি ম্যাচ ড্র হয়েছে।
এমন পরিস্থিতিতে, কেরিয়ারের খুব একটা ভালো জায়গায় নেই রোহিত (Rohit Sharma)। আর সেই কারণেই তাঁর দল থেকে বাদ পড়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, তাঁর একমাত্র বিকল্প হতে পারে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া। কারণ ২০২৫ সালের এপ্রিলে রোহিতের বয়স ৩৮ বছর হবে। তাঁর ফিটনেসও তেমন ভালো নয়। এমতাবস্থায়, আগামী ৩ থেকে ৭ জানুয়ারি সিডনিতে সম্পন্ন হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টটিই হতে পারে রোহিতের টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ।
আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! এবার ২৫ বছরের পুরনো সম্পর্ক ভাঙতে চলেছেন আদানি
এদিকে, আমরা যদি বিরাট কোহলির কথা বলি, সেক্ষেত্রে তাঁর ফর্মও অত্যন্ত খারাপ। অস্ট্রেলিয়া সফরে একটি সেঞ্চুরি ছাড়া বাকি ইনিংসগুলিতে হতাশ করেছেন তিনি। গত ৯ টি টেস্ট ম্যাচে ১৭ টি ইনিংসে ৩৫৯ রান করেছেন কোহলি। যদিও, বিরাটের রান রোহিতের চেয়ে বেশি, তবুও তাঁর এই ধরণের ক্রিকেটে এত কম রান খুব একটা দেখা যায়নি। এদিকে, বিরাটের বয়স বর্তমানে ৩৬ বছর হলেও তিনি তাঁর ফিটনেস ভালোভাবে বজায় রেখেছেন। তবে, অফ সাইড বলে ব্যাটিং দুর্বলতা ফের প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: LAC থেকে LOC পর্যন্ত থাকবে নজর! ভারতীয় সেনা এবার মোতায়েন করল SMV, চমকে দেবে বিশেষত্ব
এমতাবস্থায়, তাঁর ফর্ম বিবেচনা করে দল থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ফর্মের মধ্যে থাকা একাধিক খেলোয়াড় দলের বাইরে অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে হয়তো রোহিতের (Rohit Sharma) মতো সিডনি টেস্টই বিরাটের কেরিয়ারেও শেষ টেস্ট ম্যাচ হতে পারে। যদিও, এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন যে, কোহলির ফিটনেস বিবেচনা করা হলে, বিরাট আরও ২ থেকে ৩ বছর স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। তবে, সেক্ষেত্রে তাঁর খারাপ ফর্ম সমস্যা তৈরি করেছে।