গম্ভীরের রাগ, প্লেয়ারদের মধ্যে লড়াই! বছরের শুরুতেই ফাঁস টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের “উত্তপ্ত” আলোচনা

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-২৫-এর বর্ডার-গাভাস্কার ট্রফিতে আদৌ ভালো জায়গায় নেই টিম ইন্ডিয়া (India National Cricket Team)। জয় দিয়ে এই সিরিজ শুরু করলেও ভারতীয় দল শেষ ৩ ম্যাচের মধ্যে ২ টিতে হেরেছে এবং ১ টি ম্যাচ ড্র হয়েছে। মেলবোর্ন টেস্টেও ভারতীয় দলের খুব খারাপ পারফরম্যান্স দেখা গিয়েছে। বিশেষ করে ওই টেস্টের শেষ দিনে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় দলের ইনিংস। এদিকে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর। এমতাবস্থায়, টিম ইন্ডিয়াও নতুনভাবে সফর শুরু করতে চাইবে। কিন্তু বছরের প্রথম দিনেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। মূলত, টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের আলোচনা ইতিমধ্যেই ফাঁস হয়েছে। যেটি ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ড্রেসিংরুমের পরিবেশ বিগড়ে গিয়েছে:

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ড্রেসিং রুমের পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। মেলবোর্ন টেস্টে হারের পরে, টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে জোরদার আলোচনা হয়। ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সে মোটেও খুশি নন কোচ গৌতম গম্ভীর। এমতাবস্থায়, মেলবোর্ন টেস্টে হেরে গম্ভীর রোহিত শর্মা-বিরাট কোহলিসহ গোটা ভারতীয় দলের ওপর ড্রেসিং রুমে রেগে যান। রিপোর্ট অনুযায়ী, গম্ভীর খেলোয়াড়দের বকাঝকা করে বলেছিলেন যে, “যথেষ্ট হয়েছে, তোমরা কি আদৌ জেগে উঠবে? আমি এত দিন কিছু বলছি না, এর মানে এই নয় যে এটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে।”

এছাড়াও, গম্ভীর খেলোয়াড়দের সতর্ক করেছেন যে ভবিষ্যতে যাঁরা তাঁর কৌশল অনুসরণ করবেন না তাঁদের দল (India National Cricket Team) থেকেও বাদ দেওয়া হতে পারে। স্পষ্টতই, এটা বোঝা যাচ্ছে যে এবার ধৈর্য হারিয়েছেন গম্ভীর। শুধু তাই নয়, খেলোয়াড়দের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সে বিরক্ত হয়ে খেলোয়াড়দের পর্যালোচনা করেছেন তিনি।

India National Cricket Team dressing room meeting leaked.

গম্ভীরের কথা শোনেননি নির্বাচকরা: ড্রেসিংরুমে তর্কের পাশাপাশি, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) নির্বাচকদের প্রসঙ্গেও একটি বড় আপডেট সামনে এসেছে। আসলে, কোচ হিসেবে টেস্ট সিরিজে এটি গৌতম গম্ভীরের প্রথম বিদেশ সফর। এমতাবস্থায়, তিনি কোনও খামতি রাখতে চাননি। এই সফরে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে দলে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু, ভারতীয় নির্বাচকরা তাঁর কথা মানেননি। জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ায় চেতেশ্বর পূজারার পরিসংখ্যান বেশ চিত্তাকর্ষক এবং তিনি জানেন ইনিংসকে সেট করার জন্য কিভাবে ক্রিজে আরও বেশি সময় কাটাতে হয়। যা বর্তমানে দলে নেই।

আরও পড়ুন: ২০২৫-এর শুরুতেই বড় ধাক্কা খেলেন আদানি! এই রাজ্য থেকে হাতছাড়া হল গুরুত্বপূর্ণ প্রকল্প

অধিনায়কত্ব নিয়েও তোলপাড়: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে দলে ছিলেন না রোহিত শর্মা। যার কারণে দলের (India National Cricket Team) নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু মিডিয়া রিপোর্টে জানা গেছে যে দলের একজন খেলোয়াড় বুমরাহকে অধিনায়ক করার পক্ষে ছিলেন না। বরং, নিজেকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে উপস্থাপন করছিলেন ওই খেলোয়াড়। কিন্তু, সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। তবে এটা স্পষ্ট হয়ে গেছে যে খেলোয়াড়দের মধ্যে কিছু দ্বন্দ্ব রয়েছে। যা সামগ্রিকভাবে খেলাকে প্রভাবিত করছে।

আরও পড়ুন: নতুন বছরেই বিরাট উপহার! ফের সন্তোষ ট্রফি জিতল বাংলা, প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

উদ্বেগ প্রকাশ করেছেন ইরফান পাঠান: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ড্রেসিংরুম থেকে এই সমস্ত তথ্য ফাঁস হওয়ার পরে, ভারতীয় ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে এই প্রসঙ্গে একটি পোস্টে নিজের মতামত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। যেখানে তিনি লিখেছেন, “ড্রেসিংরুমে যাই ঘটুক না কেন, সেটা শুধু ড্রেসিংরুমেই সীমাবদ্ধ থাকা উচিত!”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর