বাংলাহান্ট ডেস্ক : সোনায় সোহাগা ভারতীয় মহিলাদের (Indian Women)। পরিসংখ্যান অনুযায়ী অন্তত তেমনটাই দেখা যাচ্ছে। বিশ্বের কোথায় কত পরিমান সোনা রয়েছে তা পরিমাপ করে বহু সংস্থা। তেমনি একটি সংস্থা হল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। এই সংস্থা মূলত বিশ্বের কোথায় কত পরিমান সোনা রয়েছে তা পরিমাপ করার কাজ করে বিশ্বস্ততা অর্জন করে নিয়েছে।
ভারতীয় মহিলাদের (Indian Women) স্বর্ণ সঞ্চয়
তাই এই সংস্থার পরিসংখ্যান অনুসারে, সারা বিশ্ব জুড়ে যত সোনা রয়েছে তার ১১ শতাংশ ভারতীয় মহিলাদের কাছে সঞ্চিত। পরিসংখ্যানে বলা হয়েছে যে, ভারতীয় মহিলাদের (Indian Women) কাছে যত পরিমান সোনা রয়েছে, তা একত্রিত করলে মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৪ হাজার টনে। বিশ্বের প্রথম পাঁচটি দেশের সোনা একসাথে মিলিয়ে এই পরিমান সোনা হবে না।
বর্তমানে ৮০০০ টন সোনা (Gold) মজুদ রয়েছে আমেরিকার কাছে। জার্মানির কাছে রয়েছে ৩৩০০ টন। ইটালির হাতে সোনা রয়েছে ২৪৫০ টন সোনা। অন্যদিকে ফ্রান্সের কোষাগারে ২৪০০ টন এবং রাশিয়ার কাছে ১৯০০ টন সোনা আছে। পরিসংখ্যান বলছে, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের মহিলাদের কাছে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে সোনা।
আরোও পড়ুন : নুসরত অধ্যায়ের চির সমাপ্তি, নতুন বছরেই সৌরসেনীকে জড়িয়ে প্রেমে শিলমোহর নিখিলের!
দেশের মহিলাদের (Indian Women) কাছে বর্তমানে যত সোনা সঞ্চিত রয়েছে, তার ৪০ শতাংশই রয়েছে দক্ষিণ ভারতে। তার মধ্যে কেবল তামিলনাড়ুতেই ২৮ শতাংশ রয়েছে। দেশের মহিলাদের হাতে থাকা শোনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে। অন্তত পরিসংখ্যান তাই বলছে। এই বিপুল সোনার ভান্ডার ভারতীয় অর্থনীতির পক্ষে যথেষ্ট সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা।
ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে সোনা অতি মূল্যবান এক ধাতু। বিবাহ থেকে শুরু করে যে কোন সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে সোনা দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। ভবিষ্যতের সঞ্চয় হিসেবে সোনা কেনার প্রচলনও রয়েছে। ভারতের (India) আয়কর আইন অনুসারে, বিবাহিত মহিলারা নিজেদের কাছে সর্বাধিক ৫০০ গ্রাম এবং অবিবাহিত মহিলারা সর্বাধিক ২৫০ গ্রাম সোনা রাখতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে সেই পরিমাণ ১০০ গ্রাম।