হাতে ৬ মাস সময়! নবান্ন বৈঠকে ক্ষুব্ধ মমতা, এবার কড়া ডেডলাইন মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিতে নবান্নে প্রশাসনিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বৈঠকের শুরুতেই কড়া বার্তা মমতার। হামেশাই জমি দখলের অভিযোগ উঠে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, যাতে জমি দখল করে যাতে কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

জেলা পুলিশ নয়, জমি জবরদখলের ক্ষেত্রে রাজ্য পুলিশ কড়া হাতে ব্যবস্থা হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, জমি জবরদখলের ক্ষেত্রে কোনও অফিসারের নাম জড়ালে, তাদের পেনশনেও প্রভাব পড়বে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee)

এদিন বৈঠক থেকে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, ‘ যারা সরকারি জমি দখল করে বসে গিয়েছে, নতুন করে কেন যেন আর কোনও জবরদখল না হয়। বলে দিচ্ছি আমি। কোনো এলাকায় নতুন করে জবরদখল হলে আমি এসপি, আইসি-র বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ করব। বিডিও, জেলাশাসক, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত কাউকে বরদাস্ত করা হবে না। আইন সবার জন্য এক।”

এই প্রসঙ্গেই ডেডলাইন দিয়ে মমতা বলেন,’ ৬ মাস সময় দিলাম। আমরা পেনাল্টি ইমপোজ করে আইনি ব্যবস্থা করতে পারি।” আগের বাম সরকারকে নিশানা করে মমতা বলেন, “বাম আমলে বেআইনিভাবে জমি জবর দখল করিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলে তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্ট তো বুঝবে না আমাদের কি আছে। কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। জবরদখল উদ্ধারের কাজ আটকে যাচ্ছে।”

Mamata Banerjee

আরও পড়ুন: শুরু অভিষেকের ‘সেবাশ্রয়’! আপনার এলাকায় কবে মিলবে সুবিধা? তারিখ দেখুন

মমতা বলেন, ‘একে তো লোনের বোঝা। বাম জমানায় নিজেরা জমি কিনে এনজয় করে গিয়েছে। সেই টাকা আমাকে দিতে হচ্ছে। এদের মুখে আবার বড় বড় কথা।” কোর্ট তো নিজের সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। আমি টাকা কোথায় পাব? ২০০৬ সালের জমির টাকা কেন দেব। আমার সময়ে জমি নেওয়া হলে, সেই টাকা আমি দেব।’ বললেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর