বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরু থেকেই এইচএমপিভি-র (Human Metapneumovirus) ভয় কাঁপছে গোটা বিশ্ববাসী। বিশেষ করে প্রতিবেশী দেশের সংক্রমণ ভারতে এসে পড়বে কিনা এই নিয়ে চিন্তিত ভারত। এই চিন্তার মাঝে ভারতে প্রবেশ করে ফেলেছে এইচএমপিভি ভাইরাস। আর এবার এই ভাইরাস হানা দিল কলকাতায়। সূত্রের খবর, কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র সাড়ে ৫ মাসের এক শিশু। শিশুর শরীরে ভাইরাস প্রবেশ করায় সকলের মনে উৎকণ্ঠার মাত্রা যেন আরও বৃদ্ধি পেয়েছে।
কলকাতায় এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাসের কোপ:
চিনের নয়া ভাইরাসের আঁচ ভারতে এসে পড়েছে এখবর আজ সকালেই পাওয়া যায়। কলকাতায় প্রবেশের আগে ভারতের আরও তিন শিশুর শরীরে এইচএমপিভি (HMPV) ভাইরাস পাওয়া গিয়েছে। তিন শিশুর মধ্যে দু’জন কর্নাটকের আর একজন গুজরাটের বলে খবর উঠে আসে। আর এবার সেই তালিকায় যোগ হলো কলকাতা। মাত্র সাড়ে ৫ মাসের শিশু শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে। বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে সে চিকিৎসাধীন ছিল বলে খবর।
মুম্বই থেকে এসেছেন শিশুরই পরিবার: জানা গিয়েছে, যে শিশুর শরীরে ওই ভাইরাসের হদিস মিলেছে তার পরিবারের কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে থাকে মুম্বইয়ে। গত নভেম্বরে মুম্বই থেকে কলকাতাতে এসেছেন তারা। সেই সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। এরপরই পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাসের রিপোর্ট পজিটিভ। বমি, পেট খারাপ ও শ্বাসকষ্টের মতো কিছু সমস্যা ছিল বলে খবর। তবে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ টাকা ছাড়াই চুল গজাবে টাকে! কলকাতার এই সরকারি হাসপাতালে জমছে ভিড়
তবে চিকিৎসকদের একাংশের দাবি, এনিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের মতে, এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাস নতুন নয়। এখনই উদ্বেগ হওয়ার কিছু হয়নি। একদম শিশুদের ক্ষেত্রে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে। বাচ্চাদেরকে সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যেহেতু প্রথম থেকে এই ভাইরাস নিয়ে শিশু এবং বৃদ্ধাদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেজন্যই এত সর্তকতা অবলম্বন।
আরও পড়ুনঃ ভারতের শেয়ার বাজারেও হানা দিল চিনের ভাইরাস! উধাও সাড়ে ৯ লক্ষ কোটি টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে চিনের বিশেষ কিছু ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওগুলিতে দেখা যায়, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় লেগেছে। শুধু তাই নয় একইসাথে মুখে মাস্ক পরে কোনো রোগী বসে রয়েছেন, আবার কেউ কেউ শুয়ে রয়েছেন বিছানায়। এরপরই শোনা যায়, চিনে নাকি এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাসের বাড় বাড়ন্ত শুরু হয়। এখনো পর্যন্ত এই নিয়ে ভারতে চারটি রিপোর্ট উঠে আসলো। যদিও কর্ণাটক এবং গুজরাটে যে শিশুগুলি আক্রান্ত হয়েছে তাদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। ফলে কিভাবে তারা আক্রান্ত হতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখছেন চিকিৎসকরা।