‘তুহিনা’র নাচে মুগ্ধ দেব, শ্রীতমার প্রশংসায় বিশেষ পোস্ট খাদান নায়কের

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় দ্রুত জনপ্রিয় মুখ হয়ে উঠছেন শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya)। মূলত সোশ্যাল মিডিয়ায় তাঁর খ্যাতি ছিল আগে থেকেই। উপরন্তু এবার সিরিয়ালেও অভিনয় শুরু করেছেন শ্রীতমা। ইতিমধ্যেই জি বাংলায় দুটি সিরিয়ালে কাজ করে ফেলেছেন তিনি। প্রথমে ‘মিলি’ আর এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে দেখা যাচ্ছে শ্রীতমাকে (Sreetama Baidya)। পর্ণার নতুন বউমা হয়ে দত্ত বাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছেন তিনি।

শ্রীতমার (Sreetama Baidya) প্রশংসা করলেন দেব

তবে শ্রীতমার (Sreetama Baidya) আরো একটি পরিচয় রয়েছে। তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা আগে থেকেই ছিল নৃত্যশিল্পী হিসেবে। এবার সেই গুণের জোরেই সুপারস্টার দেবের নজর কেড়ে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শ্রীতমার (Sreetama Baidya) প্রশংসা করে পোস্ট করলেন দেব। কিন্তু কী করেছেন অভিনেত্রী নৃত্যশিল্পী?

Dev praised tuhina aka sreemata baidya

কিশোরী গানে দুর্দান্ত নাচ শ্রীতমার: ইতিমধ্যেই ‘খাদান’ এর ‘কিশোরী’ গানটি ঝড় তুলে দিয়েছে সর্বত্র। দেব এবং ইধিকার রোম্যান্সে ভরপুর গান এবং গানের ভিডিও ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ৬০ মিলিয়ন ভিউ তুলতে চলেছে। এই গানেই নেচে ভিডিও বানিয়েছিলেন শ্রীতমা (Sreetama Baidya)। ‘কিশোরী’র নাচ দেখে অভিভূত দেব। শ্রীতমার (Sreetama Baidya) নাচের ভিডিওটি শেয়ার করে দুটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি।

আরো পড়ুন : ভারতের শেয়ার বাজারেও হানা দিল চিনের ভাইরাস! উধাও সাড়ে ৯ লক্ষ কোটি টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের

কী বললেন অভিনেত্রী: দেবের থেকে প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত শ্রীতমাও (Sreetama Baidya)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ দেব দা। এটা সত্যিই অবিশ্বাস্য। আমাদের কাজ তুমি পছন্দ করে শেয়ার করেছো তার জন্য আমরা খুব খুশি। তোমার জন্যই আমরা এটা তৈরি করেছি’। উল্লেখ্য, শ্রীতমার (Sreetama Baidya) নাচের ভিডিওটিতে এর মধ্যেই ৪ লক্ষ ভিউ হয়ে গিয়েছে।

আরো পড়ুন : স্টার এখন ‘বিনোদিনী থিয়েটার’, মানত পূরণ হতেই গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রুক্মিণী-রামকমল

প্রসঙ্গত, নিম ফুলের মধুতে খলনায়িকা হিসেবে এন্ট্রি নিয়েছেন শ্রীতমা। আসলে পর্ণার বহু পুরনো শত্রু ইশার মেয়ে তুহিনা। মায়ের পরামর্শে পর্ণার ছেলে অর্পণকে বিয়ে করে দত্ত বাড়িতে পা রেখেছে সে। এদিকে স্মৃতিভ্রষ্ট সৃজনই সেই বিয়ে দিয়েছে। আগামীতে তুহিনা কী খেল দেখায় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর