১০৭জন বিধায়ক বিজেপিতে যোগদেবেন ঃ মুকুল রায়!

Published On:

বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভার আগে থেকেই দল পরিবর্তনের যেন হুজুগ পড়ে গিয়েছিল সকলের মধ্যে। তৃণমূল, কংগ্রেস, ও সিপিএম থেকে দলে দলে যোগদান করতে দেখা গিয়েছে বিজেপিতে। লোকসভার ফলাফলের পরেও সেই যোগদান অব্যাহত।

বাংলা থেকে বিজেপিতে যোগদানের একটা বড় অংশ হয়েছে মুকুল রায়ের হাত ধরে। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “তৃণমূল, কংগ্রেস, ও সিপিএম ছেড়ে আরও ১০৭ জন বিধায়ক যোগ দেবেন বিজেপিতে। যারা যোগ দেবেন তারা রীতিমত যোগাযোগ রাখছে আমার সঙ্গে।

তৃণমূল, কংগ্রেস, ও সিপিএমের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। সেই কারণে এই অবস্থা।” এমনটাই জানালেন মুকুল রায়।

X