সঞ্জয়ের ফাঁসি চায় রাজ্য! ‘এত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না’! মমতার উদ্দেশে তিলোত্তমার বাবা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে (RG Kar Case) সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এরপরেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। এই আবহে এবার মুখ খুললেন নির্যাতিতার বাবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে একটি ‘অনুরোধ’ করলেন তিনি।

মমতার উদ্দেশে কী বললেন তিলোত্তমার বাবা (RG Kar Case)?

গতকাল শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গেই নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র, নির্দেশ দিয়েছে আদালত। গতকালই এই রায় নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ জানা যায়, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। যদিও তাতে তিলোত্তমার পরিবারের সায় নেই।

এদিন আরজি করের (RG Kar Case) নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা বলেন, ‘আস্থা রেখেছিলাম, বিচারক আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই যাবজ্জীবন হয়েছে, মৃত্যুদণ্ড হয়নি। আমরা কালকের রায়ের পুরো কপি হাতে পাব ও পড়ব। এরপর আমরাই সিদ্ধান্ত নেব। ওঁকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ’।

আরও পড়ুনঃ জায়গা চিহ্নিত করবে রাজ্য! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

এদিকে গতকাল সঞ্জয়ের (Sanjay Roy) সাজা ঘোষণার পরেই নানান মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ শিয়ালদহ আদালতের রায়ে সন্তুষ্ট, কেউ আবার অসন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী অবশ্য গতকালই বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা ফাঁসির দাবি করে এসেছিলাম ও আজকেও সেই দাবিতে অটুট রয়েছি’।

Case filed in Calcutta High Court Government of West Bengal wants capital punishment for Sanjay Roy

আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয়ের সাজার প্রেক্ষিতে মমতা বলেন, ‘আপনারা দেখেছেন আমরা তিনটে মামলায় ৫৪ দিন থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। আমি জানি না, এটা এত সিরিয়াস মামলা  ও এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল। কীভাবে লড়াই করেছে, কী করেছেন, কী যুক্তি আমি জানি না। একমাত্র আইনজীবীরা জানেন। আমাদের হাত থেকে তো ইচ্ছে করে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর