বাংলায় এবার বর্ষাবদল,ক্ষতির মুখে চাষাবাদ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বর্ষার নির্ঘণ্ট বদল সময় আসন্ন।
সাম্প্রতিকালে অতীতের পরিসংখ্যান দেখে বর্ষার নতুন ক্যালেন্ডার আনতে চলেছে মৌসম ভবন।

জানা গেছে,ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন বলেন, ‘কমিটির রিপোর্ট আগামী দু’মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। নির্ঘণ্ট বদলানো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা।হতেই পারে, আগামী বছর থেকে নতুন তারিখগুলি ব্যবহার করা শুরু হয়ে গেল।’

তবে শুধু আগমন নয়, সময়ের হেরফের হচ্ছে প্রস্থানের ক্ষেত্রেও। ১ সেপ্টেম্বরের বদলে সেপ্টেম্বরের প্রায় শেষে পৌঁছে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে রাজস্থান থেকে, এমনটা হামেশাই হয়েছে। ৮ অক্টোবরের বদলে ফি বছরই বাংলা থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের তৃতীয় সপ্তাহে।

নতুন ক্যালেন্ডারে এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে।এখন শুধু অপেক্ষায় বঙ্গবাসী।

X