বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সকল মানুষ যাতে দু’বেলা দু’মুঠো খাবার পান, সেই জন্য প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে ও স্বল্প খরচে রেশন (Ration) দেওয়া হয়। এর মাধ্যমে সংসার চলে অনেকের। প্রত্যেক মাসে কার্ড (Ration Card) অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চাল, গম দিয়ে থাকে সরকার (Government of West Bengal)। কোন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে, তা মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়।
ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে (Ration Card) মিলবে কত রেশন সামগ্রী?
রেশন নিয়ে বহুবার জালিয়াতির অভিযোগ উঠেছে। সেই কারচুপি রুখতে সরকারের তরফ থেকে নানান সময়ে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যেমন প্রত্যেক মাসের শুরুতেই অফিশিয়াল ওয়েবসাইটে রেশন সামগ্রীর পরিমাণ তুলে ধরা হয়। সেই সঙ্গেই উপভোক্তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরেও এসএমএস পাঠিয়ে সেই তথ্য জানিয়ে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে দেখে নেওয়া যাক।
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY Ration Card)
যে সকল গ্রাহকদের এই রেশন কার্ড (Ration Card) রয়েছে, তাঁরা সবচেয়ে বেশি সামগ্রী পান। অন্ত্যোদয় অন্ন যোজনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পরিবারপিছু ২১ কেজি চাল, ১৪ কেজি গম কিংবা ১৩.৩ কেজি আটা পাওয়া যেতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে এই রেশন সামগ্রী পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ফুসফুসে সংক্রমণ! অক্সিজেন সাপোর্টে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! কী বলছেন চিকিৎসকরা?
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY I & RKSY II Ration Card)
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা তথা RKSY কার্ডের দু’টি ভাগ রয়েছে। এর মধ্যে RKSY I কার্ডের গ্রাহকরা ফেব্রুয়ারি মাসে কার্ড পিছু ৫ কেজি চাল পাবেন। অন্যদিকে RKSY II কার্ডের গ্রাহকদের ২ কেজি করে চাল দেওয়া হবে।
স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH & PHH Ration Card)
স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড তথা SPHH ও প্রায়োরিটি হাউসহোল্ড তথা PHH কার্ডের গ্রাহকরা এই মাসে ৩ কেজি চাল এবং ২ কেজি গম বা ১.৯ কেজি আটা পাবেন।
বিশেষ প্যাকেজ
উপরিউক্ত রেশন কার্ডগুলি (Ration Card) ছাড়া পশ্চিমবঙ্গ পাহাড়ি অঞ্চল ও জঙ্গলমহলের মানুষের জন্য বিশেষ রেশন প্যাকেজ প্রদান করে রাজ্য সরকার। চলতি মাসেও এর অন্যথা হবে না। এই মাসেও সেখানকার মানুষদের বিশেষ রেশন প্যাকেজ প্রদান করা হবে।