অভিনয়ে শূন্য, দেবের জন্যই “দবদবা”! রুক্মিণী বললেন, “ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী…”

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ খানেক আগে মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। পিরিয়ডিক ছবিতে একজন ঐতিহাসিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। দর্শকদের তরফে অবশ্য এসেছে মিশ্র প্রতিক্রিয়া। একপক্ষ ভূয়সী প্রশংসায় ভরিয়েছেন রুক্মিণীকে (Rukmini Maitra)। অন্যপক্ষ আবার তাঁর অভিনয়ে বিশেষ সন্তুষ্ট নয়।

টলিউডের নামী অভিনেত্রী রুক্মিণী (Rukmini Maitra)

নয় নয় করে টলিউডে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন রুক্মিণী (Rukmini Maitra)। ২০১৭ সালে ‘চ্যাম্প’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। এই কয়েক বছরে মোট ১৩ টি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। চ্যাম্প থেকে শুরু করে বিনোদিনী পর্যন্ত একটা লম্বা সফর সম্পূর্ণ করেছেন তিনি। কাজ করেছেন বলিউডেও। তবুও এখনো অভিনয় দক্ষতা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

Rukmini maitra gave perfect reply to trollers

দেবকে নিয়ে মুখ খুললেন নায়িকা: দেবের প্রেমিকা হওয়ার কারণেই নাকি সব ছবিতে সুযোগ পান রুক্মিণী (Rukmini Maitra)। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তাঁর কথায়, দেবকে তাঁর কিছু বলতে হয় না। এমনিই তাঁর মনের কথা বুঝে যান অভিনেতা। দেবের থেকেই তিনি শিখেছেন শৃঙ্খলা, সঙ্কল্প। রুক্মিণী (Rukmini Maitra) বলেন, দেবের প্রতিদ্বন্দ্বীর (জিৎ) প্রোডাকশনেও তিনি কাজ করেছেন। বুমেরাং করেছেন, সুইজারল্যান্ড করেছেন। যাদের বলার তারা বলবে।

আরো পড়ুন : শেষের গুঞ্জনের মাঝেই ৮০০ পর্বের উদযাপন, কেক-বিরিয়ানিতে জমাটি সেলিব্রেশন ‘নিম ফুল’এর, আবেগে ভাসল দর্শক

নিজেই অভিনয় নিয়ে সরব অভিনেত্রী: রুক্মিণী (Rukmini Maitra) নিজেই বলেন, “আমি জানি আমি ভালো অভিনেত্রী, আমি খুবই ভালো অভিনেত্রী। আমি কবীর করেছি এক বছরের মাথায়, আমি ককপিটও করেছি এক বছরের মাথায়। আমি সুইজারল্যান্ড করেছি, গত বছর বুমেরাং করেছি, যেটা ১০ গোল দিয়েছে বম্বের আরেক নায়িকাকে যিনি জাতীয় পুরস্কার বিজয়ী”।

আরো পড়ুন : জাপটে ধরে… লাইভ শোতে মহিলার সঙ্গে যা করলেন উদিত! ছি ছি রব উঠল সর্বত্র

গত বছর পুজোতেই মুক্তি পেয়েছিল ‘টেক্কা’। সৃজিত মুখার্জীর পরিচালনায় এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন রুক্মিণী। বক্স অফিসে তো ভালো ফল করেছিলই ছবিটি, উপরন্তু প্রশংসাও কুড়িয়েছিলেন অভিনেত্রী। রুক্মিণী জানান, ছবিটি দেখে জয় গোস্বামী ফোন করেছিলেন তাঁকে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করেছিলেন। সদ্য বিনোদিনী ছবিটি মুক্তির আগে স্টার থিয়েটারের নাম নটী বিনোদিনীর নামে করে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠিও দিয়েছিলেন রুক্মিণী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর