লক্ষ্মীর ভান্ডারে আরও বড় সুখবর! সামনে নয়া আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) রাজ্যের বাজেট পেশ করা হবে। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের বাজেট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারও। বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক (Lakshmir Bhandar) থাকতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এদিকে তার আগেই লক্ষ্মীর ভান্ডারে আরও সুখবর।

লক্ষ্মীর ভান্ডারে আবেদন প্রায় ৩ লক্ষ- Lakshmir Bhandar

নয়া রেকর্ড! এবারের দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম তুলতে প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে। তথ্য বলছে, বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন। যেই সংখ্যা খুব শীঘ্রই আরও বৃদ্ধি পেতে চলেছে। কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারে সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে।

সূত্রের খবর, দুয়ারে সরকারে গৃহীত আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে। তারপরই নতুন উপভোক্তারাও সুবিধা পেতে শুরু করবেন। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের পর লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) চালু করেন মমতা। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভান্ডার।

প্রসঙ্গত, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা।

lakshmir bhandar

আরও পড়ুন: ব্লুটুথ যন্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য! ফরেন্সিক পরীক্ষাতেই ঘুরে যাবে RG Kar ঘটনার মোড়?

৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) সুবিধা পেতে শুরু করেন। লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতার জন্য প্রায় ১ লক্ষ, স্বাস্থ্যসাথীতে প্রায় ২ লক্ষ ২৫ হাজার আবেদন জমা পড়েছে।

বাজেটে আরও লক্ষ্মীলাভ?

গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল। আবার সম্প্রতি এক সভা থেকে মমতা বলেন, ‘দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা মা বোনেদের ভান্ডার। এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে।” এর পরই এই প্রকল্পের অনুদান বাড়ানোর জল্পনা জোড়ালো হয়েছে। কান পাতলে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) অনুদান ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে। তবে সরকার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। কোনো ঘোষণাও করা হয়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর