সামনে রয়েছে বড় লক্ষ্য! ক্রীড়া খাতে লাফিয়ে বাড়ল বরাদ্দ, বিরাট ঘোষণা বাজেটে

বাংলা হান্ট ডেস্ক: বছরের শুরু থেকেই বাজেটের দিকে নজর ছিল সকলেরই। অবশেষে আজ অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৫ কেন্দ্রীয় বাজেট (Budget 2025) পেশ করা হয়েছে। আর বাজেটে স্বাস্থ্য থেকে বীমা সমস্ত কিছু নিয়েই ঘোষণা করা হয়। নির্মলা সীতারমণ বাজেট ঘোষণার পর থেকেই সকলের মুখে হাসি ফুটেছে বলা যায়। পাশাপাশি এবছরের বাজেটে ক্রীড়াক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৫ কেন্দ্রীয় বাজেট (Budget 2025) নিয়ে বিরাট ঘোষণা নির্মলা সীতারমণের:

জানা গিয়েছে, ২০২৫-র কেন্দ্রীয় বাজেটে (Budget 2025) ক্রীড়াক্ষেত্রের মধ্যে খেলো ইন্ডিয়ার উপর বিশেষ নজর দেওয়া হয়। প্রসঙ্গত, এই খেলো ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে তৃণমূল স্তরের অ্যাথলিটদের তুলে আনা হয়। সেইসাথে এই প্রোগ্রাম অ্যাথলিটদের ভবিষ্যৎ গড়ার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানা গিয়েছে ২৫-র বাজেটে ক্রীড়া খাতে সবমিলিয়ে বাজেট বেড়েছে ৩৫১.৯৮ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে খেলো ইন্ডিয়া খাতেই।

Importance given to sports in 2025 Budget

খেলো ইন্ডিয়ায় ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে: শনিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি নির্মলা সীতারমণ যে বাজেট (Budget 2025) পেশ করেন তাতে ২০২৫-২৬ অর্থবর্ষে ক্রীড়াক্ষেত্রের খেলো ইন্ডিয়ায় বরাদ্দ করা হয়েছে মোট ১০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এই অঙ্কটা ছিল ৮০০ কোটি টাকা। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে, বরাদ্দ ৩৫১.৯৮ কোটি টাকার মধ্যে খেলো ইন্ডিয়াতেই বরাদ্দ বেড়েছে ২০০ কোটি টাকা। 

আরও পড়ুন: রবিবার “বিরাট পরীক্ষা” কুম্ভমেলায়! পরিস্থিতি সামাল দিতে “মাস্টারস্ট্রোক” আদিত্যনাথের

জানা গিয়েছে, সার্বিক ভাবে যুব কল্যাণ বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে ৩৭৯৪.৩০ কোটি। তবে এ বছরের বাজেটে (Budget 2025) ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর কারণে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়েছে। কারণ আগামী এক বছর  অলিম্পিক কিংবা কমনওয়েলথের মতো বড় কোনও খেলার ইভেন্ট নেই। কিন্তু তা সত্বেও এমন বরাদ্দ বৃদ্ধির জন্য সকলের মনে প্রশ্নের আনাগোনা দিয়েছে। যদিও বিশেষজ্ঞ মহল মনে করছে, দূরদর্শী ভাবনাই এই বৃদ্ধির মূল লক্ষ্য।

আরও পড়ুন: IO-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ! কড়া নির্দেশ দিয়ে দিলেন ‘ক্ষুব্ধ’ বিচারপতি! জোর শোরগোল

এখানেই শেষ নয়, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে যে সহায়তা দেওয়া হয়, সেই অঙ্কও ৩৪০ কোটি থেকে ৪০০ কোটি করা হয়েছে। আসলে ভারতের সামনে বড় লক্ষ্য রয়েছে। আর সেই লক্ষ্য হচ্ছে ২০৩৬ সালের অলিম্পিক। ইতিমধ্যেই ভারত আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে চিঠি দিয়েছে। সেই বড় লক্ষ্যকেই সামনে রেখে হয়তো ২৫-র কেন্দ্রীয় বাজেটে (Budget 2025) ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ অর্থ বৃদ্ধি করা হয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর