জয় দিয়েই সমাপ্ত হল কেরিয়ারের শেষ ম্যাচ! ক্রিকেটের প্রতিটি ফরম্যাট থেকে অবসর নিলেন ঋদ্ধিমান সাহা

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ক্রিকেটের প্রতিটি ফরম্যাট থেকে অবসর নিলেন। ঋদ্ধিমান গত বছর নিজেই ঘোষণা করেছিলেন যে, তিনি রঞ্জি ট্রফির এই মরশুমের পরে অবসর নেবেন। সেটাই তিনি করলেন। এমতাবস্থায়, রঞ্জি ট্রফিতে বাংলা ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচটি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

অবসর নিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha):

শেষ ম্যাচে খাতা খুলতে পারেননি ঋদ্ধিমান: যদিও ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) তাঁর শেষ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তবে, তাঁর দল দুর্দান্ত জয় হাসিল করেছে। এর আগে শুক্রবার ঋদ্ধিমান সাহাকে গার্ড অব অনার দেওয়া হয়। বাংলা ও পাঞ্জাবের খেলোয়াড়রা একসঙ্গে তাঁর সম্মানে গার্ড অব অনার দেন।


জানিয়ে রাখি যে, কলকাতার ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের বিরুদ্ধে খেলা এই ম্যাচে বাংলা জয়লাভ। আর এই জয়ের মাধ্যমেই ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) দুর্দান্তভাবে বিদায় জানিয়েছে তাঁর দল। জানিয়ে রাখি যে, ২০১০ সালে ঋদ্ধিমান সাহা তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন। প্রথমদিকে তিনি খুব কম সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন: শান্তি নেই! সীমান্তে এবার এই কাণ্ড ঘটাচ্ছে চিন, ফের উদ্বেগ বাড়ছে ভারতের

পরবর্তীকালে, এমএস ধোনি টেস্ট থেকে অবসর নিলে সাহা তিনি দলের উইকেটরক্ষক হিসেবে সুযোগ পান। যদিও, তারপর ঋষভ পন্থ আসেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি টেস্ট দলে নিজের জায়গা নিশ্চিত করেন। পরবর্তীকালে ২০২১ সালে সালে টিম ইন্ডিয়া থেকে বিদায় নেন ঋদ্ধিমান (Wriddhiman Saha)।

আরও পড়ুন: অভিষেকেই বিরাট নজির! “কনকাশন সাবস্টিটিউট” হিসেবে কিভাবে খেললেন হর্ষিত? জানালেন নিজেই

ভারতের হয়ে ৪০ টি টেস্ট ম্যাচ খেলেছেন সাহা: প্রসঙ্গত উল্লেখ্য যে, ঋদ্ধিমান (Wriddhiman Saha) তাঁর কেরিয়ারে ভারতের হয়ে ৪০ টি টেস্ট এবং ৯ টি ODI ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে, তিনি টেস্টে ১,৩৫৩ রান এবং ODI-তে ৪১ রান করেন। টেস্টে সাহা ৩ টি সেঞ্চুরি ও ১৬ টি হাফ-সেঞ্চুরি করেছেন। এদিকে, আমরা যদি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটের কেরিয়ারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, তিনি মোট ১৪১ টি ম্যাচ খেলেন এবং ৭,১৬৯ রান করেন। ঋদ্ধিমান তাঁর প্রথম-শ্রেণির কেরিয়ারে ১৪ টি সেঞ্চুরি করেন। এছাড়াও, তিনি IPL-এ ১৭০ টি ম্যাচ খেলেছেন। তবে, এখন IPL-এও দেখা যাবে না তাঁকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর