বাজেটে বরাদ্দ ১৩ হাজার কোটি! রাশিয়া-আমেরিকাকে টেক্কা দিয়ে এবার মহাকাশে বাজিমাত করবে ভারত

বাংলাহান্ট ডেস্ক : মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতের। চন্দ্রযান সহ একাধিক মিশনে প্রভূত সাফল্য পেয়েছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। আর এবারে রাশিয়া, আমেরিকাকেও টেক্কা দেওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল ভারত। শনিবারের কেন্দ্রীয় বাজেটে (Budget 2025) মহাকাশ গবেষণায় গত বারের বরাদ্দকেও ছাপিয়ে গিয়েছে কেন্দ্র।

মহাকাশ গবেষণায় বাজেটে (Budget 2025) বরাদ্দ বাড়ল

এবারের বাজেটে (Budget 2025) মহাকাশ গবেষণায় কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে ১৩৪১৬.২০ কোটি টাকা। গত বারের বাজেটে (Budget 2025) এক্ষেত্রে বরাদ্দ ছিল ১৩০৪২.৭৫ কোটি টাকা। অর্থাৎ এবারের বাজেটে ৪০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে মহাকাশ গবেষণায়। সেই সঙ্গে বাজেটে বরাদ্দকৃত অর্থের মধ্যে হাজার কোটি টাকা রাখা হয়েছে মহাকাশ গবেষণায় অংশগ্রহণের জন্য।

Central government issued more money in space research on budget 2025

মহাকাশ গবেষণায় সাফল্য বাড়ছে ভারতের: মহাকাশ গবেষণায় ভারত দ্রুত উঠে আসছে প্রথম সারিতে। অন্যদিকে চিনও সমানে টক্কর দিচ্ছে রাশিয়া এবং আমেরিকাকে। পিছিয়ে নেই ভারতও। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠিয়ে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছে ভারত। কারণ চাঁদের ওই অংশে প্রথম কোনো দেশের মহাকাশযান নামল।

আরো পড়ুন : বাজেটের ধাক্কায় দালাল স্ট্রিটে অস্থিরতা, আদৌ লাভের মুখ দেখলেন লগ্নিকারীরা?

আগামীতে রয়েছে আরো মিশন: আগামীতে গগনযান প্রকল্প রয়েছে ভারতের (Budget 2025)। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে মহাকাশে মহাকাশচারী পাঠাবে ইসরো। শুধু তাই নয়, কিছুদিন আগেই মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে সংযুক্ত হয় ইসরোর দুটি স্যাটেলাইট। এই সাফল্যের পর ইসরোর তরফে জানানো হয়েছিল, স্যাটেলাইট ডকিং সফল হয়েছে। এ এক ঐতিহাসিক মুহূর্ত।

আরো পড়ুন : ছবি পিছু পারিশ্রমিক লাখ লাখ টাকা, তবুও টালিগঞ্জের রাস্তায় ভিক্ষে করতে হয়েছিল উত্তমকুমারকে! কেন?

রাশিয়া, আমেরিকা এবং চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই ইতিহাস রচনা করেছে ভারত। স্পেসডেক্স মিশন ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করেছে বলে মন্তব্য করেছিলেন মহাকাশ মন্ত্রী জীতেন্দ্র সিং। এবার ইসরোর গবেষণায় আরো জোয়ার আনতে ঝুলি উপুড় করল কেন্দ্রীয় সরকার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর