পুলিশি নজরদারিতে সরস্বতী পুজো! খবর পেয়ে মেজাজ হারালেন মমতা, ব্রাত্যর কাছে রিপোর্ট তলব

বাংলা হান্ট ডেস্কঃ যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজো করতে হবে পুলিশের তত্ত্বাবধানে। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।পুলিশের যুগ্ম কমিশনার পদ-মর্যাদার কোনো আধিকারিকের উপস্থিতিতে এবছর যোগেশচন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো। কিন্তু তারপরেও এখনও যোগেশচন্দ্র ডে কলেজ এবং ল কলেজের মধ্যে রয়েছে একটা চাপা দ্বন্দ। এবার এই খবর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কানে পৌঁছাতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি।

বিরক্ত মমতা (Mamata Banerjee)! রিপোর্ট চাইলেন ব্রাত্যর কাছে

সূত্রের খবর, ঠিক কি ঘটেছে? সরস্বতী পুজো নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন এত জটিলতা? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে সেই সমস্ত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একথা নিজেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও তিনি জানিয়েছেন রবিবার যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোতে তিনিও যাবেন এবং পুজোয় অংশ নেবেন।

যোগেশচন্দ্র কলেজে বহিরাগতদের আগমন নিয়েই তৈরি হয়েছিল অশান্তি। কলেজের ভিতর বহিরাগতরা ঢুকে নানান উপদ্রব শুরু করেছে বলে অভিযোগ করেছিলেন এক ছাত্রী। কোনভাবেই তাদের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলে দাবি করেছিল কলেজ কর্তৃপক্ষ। এই নিয়েই তৈরি হয় জটিলতা। প্রত্যেক বছর যোগেশচন্দ্র ডে কলেজ এবং যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়ারা দুটো আলাদা জায়গায় পৃথকভাবে সরস্বতী পুজো করে থাকেন। কিন্তু এই বছর পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তায় এমনভাবে একটি প্যান্ডেল বানানো হয়েছে যার ফলে ল কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলেই অভিযোগ করা হয়।

আরও পড়ুন: ‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

সম্প্রতি ওই পুজোয় বহিরাগতরা বাধা দিচ্ছে বলেই অভিযোগ ওঠে। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছিলেন পুলিশের নজরদারিতে সরস্বতী পুজো করতে হবে। গতকাল শনিবার সল্টলেকের জাতীয় স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধনে হাজির ছিলেন ব্রাত্য বসু।

Mamata Banerjee

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখান থেকেই তিনি জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। তিনি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও পুজোর দিন কলেজের উপস্থিতি থাকার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও তিনি এই বিষয়ে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত শুক্রবার মামলা চলাকালীন পুজোয় যাতে কোন রকম বাধা বিঘ্ন না ঘটে তার জন্য প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করারও নির্দেশ দিয়ে রেখেছেন জাস্টিস সেনগুপ্ত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর