‘বাবা নম্বর ১ এর সঙ্গে, দিদি নম্বর ১!’ রামদেবের সাথে ছবি দিতেই খিল্লি নেটপাড়ায়

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সিনেমার দাপুটে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee), এখন বাংলা রাজনীতির ময়দানেও অত্যন্ত সক্রিয় তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছে তাঁর। দেখতে গেলে রাজনীতির ময়দানে রচনার অভিজ্ঞতা হাতে গোনা মাত্র কয়েক মাস। তবে রাজনীতিতে নতুন হলেও শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন রচনা। প্রথমবার ভোটে দাঁড়িয়েই হুগলি থেকে বিপুল ভোটে জয়লাভ করে আসন ছিনিয়ে নিয়েছেন তিনি।

রামদেবের সাথে ছবি দিতেই কটাক্ষের মুখে রচনা (Rachna Banerjee)

রাজনীনিতে আসার পর কাঙ্খিত সাফল্য মিললেও সেই সাথে তাঁর (Rachna Banerjee) পিছু নিয়েছে সমালোচনা। তাই এই অল্পদিনের রাজনৈতিক জীবনে নানা সময় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রচনা। বাজেট অধিবেশনেও তার ব্যাতিক্রম হলো না।

সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনের ফাঁকেই বাবা রামদেবের (Ramdev) সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিলেন রচনা (Rachna Banerjee)। শুধু তাই নয়, রামদেবের সাথে দেখা করে,কথা বলে সেই মোলাকাত-এর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। তারপরেই কটাক্ষের মুখে পড়তে হল বাংলার দিদি নাম্বার ওয়ান’কে।

আরও পড়ুন:‘কর্মশ্রী’ থেকেই মিলবে মজুরি! বাংলার আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্যের

সোশ্যাল মিডিয়ায় রামদেবের সাথে রচনা (Rachna Banerjee) যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি রামদেবের পাশে একটি সোফায় বসে আছেন। আর তাঁর পিঠে হাত রেখে হাসিমুখে পোস্ট দিতে দেখা গিয়েছে যোগগুরু রামদেবকেও। ছবিতে দেখা যাচ্ছে তারকা সাংসদের পরনে রয়েছে কালো কুর্তি,প্যান্ট এবং উলিকটের মাফলার। রচনার এই পোস্ট দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে ঝুরিঝুরি মন্তব্য। কেউ লিখেছেন, ‘উনি দেখতে পেলে কিন্তু বকা দেবে।’ আবার কারও মন্তব্য,’দুজনকেই ভালো মানিয়েছে।’ আবার অপর একজন রসিকতা করে লিখেছেন, ‘বাবা নাম্বার ওয়ান এর সঙ্গে দিদি নাম্বার ওয়ান।’

প্রসঙ্গত রচনা এদিন আরও একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বাজেট অধিবেশনের প্রথম দিনের বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে তাঁর পাশেই দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়,জুন মালিয়া,সায়নী ঘোষ প্রমূখকে। এদিন বাজেট অধিবেশনের ফাঁকে সংসদ  চত্বরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের। জুন মালিয়া, সায়নী ঘোষ সহ অন্যান্যদের শাড়িতে দেখা গেলেও এদিন রচনা সেজেছিলেন সালোয়ার কামিজে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর