যোগেশচন্দ্রের পর তালিকায় আরও এক কলেজ! সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আজ বসন্ত পঞ্চমী। ধুমধাম করে সারা রাজ্যজুড়ে সরস্বতী পুজো (Swarasati Pujo) নিয়ে মেতে উঠেছেন রাজ্যবাসী। কিন্তু বিগত কয়েকদিন ধরে স্বয়ং বিদ্যার দেবী সরস্বতীর পুজোতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে অভিযোগ উঠেছিল নদীয়ার হরিণঘাটা থেকে। তারপর শিরোনামে আসে কলকাতার যোগেশচন্দ্র কলেজের আইন বিভাগ। আজ সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশ পাহাড়ায় সরস্বতী পুজো হয়েছে। এবার এই একই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহা বিদ্যালয়েও।

সরস্বতী পুজোয় (Swarasati Pujo) বাধা দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল

নহাটার ওই কলেজে সরস্বতী পুজোয় (Swarasati Pujo) বাধা দেওয়ার অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের অভিযোগ তাদের কলেজে সরস্বতী পুজো করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। পুজোর টাকাও দেয়নি গাভার্নিং বডি। জানা যাচ্ছে সরস্বতী পুজো করার অনুমতি চেয়ে এবং পুজো করার জন্য টাকা দাবি করে শনিবার বিকাল ৪টে থেকে অধ্যক্ষ পাপুন বিশ্বাসকে তাঁর ঘরে আটকে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।

বিতর্কের মধ্যেই ওই অধ্যক্ষ দাবি করেছেন সরস্বতী পুজোর (Swarasati Pujo) জন্য কোন অনুমতি লাগে না। পুজোর টাকার জন্য অনুমোদন পেতে কিছুটা দেরি হয়েছে, ঠিকই তবে তিনি আশ্বাস দিয়েছেন কলেজে পুজো হবে। এছাড়া ঘেরাও হওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। সম্প্রতি কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছিল তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে চারু মার্কের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ল কলেজের পড়ুয়ারা।

অধ্যক্ষের কাছেও  লিখিত অভিযোগ করেছিলেন পড়ুয়ারা। তৃণমূলি দুষ্কৃতী সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ,কলেজে ঢুকে সরস্বতী পুজো (Swarasati Pujo) করতে না দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এমনকি কলেজে সরস্বতী পুজোর আয়োজন করা হলে ছাত্রদের খুনের হুমকিও দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সাব্বিরের হুমকি, ‘রাস্তায় বেরোলে দেখে নেব। মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব’।

প্রসঙ্গত সাব্বির আলির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। আগেও এই তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের মামলা করা হয়েছিল। এরপর কলেজ ক্যাম্পাস এর ভিতরে বহিরাগত সাব্বিরের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা না করেই সাব্বির এবং তার দলবল ক্যাম্পাসের ভিতরেই দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ দিনে দিনে বেড়েই চলেছে তাদের উপদ্রব।

আরও পড়ুন: শেষ মুহূর্তে নিয়ম বদল? উচ্চমাধ্যমিক শুরুর আগেই কড়া পদক্ষেপ সংসদের

খবর পেয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দযোপাধ্যায় নিজে খোঁজখবর নিতে শুরু করেছেন। বিরক্ত হয়ে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে তাঁকে  দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য। তারপরেই আজ যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোয় এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজে ঢোকার সময় পড়ুয়াদের  বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর অধ্যক্ষের ঘরে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছিলেন কলেজের চার ছাত্রীকে। সূত্রের খবর শিক্ষা মন্ত্রী এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পর ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করে ফেলেছেন।

Swarasati Pujo

প্রসঙ্গত কদিন আগে নদীয়ার হরিণঘাটা থানা এলাকার নগরউখড়ার একটি সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি আলিমুদ্দি। অভিযোগ পুজো করলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একদিনের মধ্যে বদলি করে দেওয়ার হুমকি দিয়েছিলেন আলিমুদ্দি। এদিকে গত কয়েকদিন ধরে নবদ্বীপের বিভিন্ন স্কুলের সামনে সরস্বতী পুজো বন্ধ করার দাবিতে হুমকি পোস্টার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর