আজ যে রাজা কাল সে ফকির! একসময়ের বঙ্গ BJP পদাধিকারী আজ রাস্তার ভিক্ষুক

বাংলা হান্ট ডেস্কঃ নশ্বর এই পৃথিবীতে টাকা-পয়সা,ক্ষমতা সবকিছুই ক্ষণস্থায়ী। তাই আজ যে রাজা কাল, সে ফকির! এবার এই বাস্তব সত্যিটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এককালের এক দাপুটে বিজেপি (BJP) নেতা ইন্দ্রজিৎ সিনহা (Indrajit Sinha) ওরফে বুলেট দা। একসময় প্রভাব-প্রতিপত্তি, টাকা-পয়সা কোনো কিছুরই অভাব ছিল না তাঁর।

এই ভাবে দিন কাটছে বিজেপি (BJP) নেতা ইন্দ্রজিতের

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি আমন্ত্রিত সদস্য, রাজ্য স্বাস্থ্য পরিসেবা সেল ইনচার্জ,শ্যামাপ্রসাদ মুখার্জী স্বাস্থ্য মিশনের সভাপতি- এমনই একগুচ্ছ পদের অধিকারী ছিলেন তিনি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে, আজ সেসব হারিয়ে ফেলেছেন তিনি। পরিণত হয়েছেন ‘পথের ভিখারি’তে। পাশ দিয়ে চলে গেলেও এখন অনেকে চিনতে পর্যন্ত পারেন না তাঁকে।

সময় এবং পরিস্থিতি আজ তাঁকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, যে এখন তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষা করেই দিন কাটছে তাঁর। শারীরিক এবং মানসিক কোন দিক দিয়েই এখন বিশেষ ভালো নেই তিনি। অথচ একসময় এই দাপুটে নেতার ওঠাবসা ছিল মুকুল রায়,দিলীপ ঘোষ,কৈলাস বিজয় বর্গীয়দের মতো বিজেপির (BJP) হেভিওয়েট নেতা মন্ত্রীদের সাথে।

জানা যাচ্ছে, বর্তমানে ইন্দ্রজিৎ সিনহার শারীরিক আর মানসিক পরিস্থিতি আগের মতো নেই। গলায় একটা টিউমার ধরা পড়েছে তাঁর। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। সেই সব চিন্তা ভাবনা করতে করতেই মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন তিনি। সম্প্রতি সাগর মন্ডল নামে তারাপীঠের এক ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রজিৎ সিনহার এই করুন পরিণতির কথা তুলে ধরেছেন।

BJP

ভাবলেশহীন ভাবে তারাপীঠ মহাশ্মশানে বসে থাকা ইন্দ্রজিৎ বাবুর ছবি শেয়ার করে ফেসবুক পোস্টে ওই ব্যবসায়ী লিখেছেন, ‘দয়া করে পুরোটা পড়ুন। ইন্দ্রজিৎ সিনহা : বুলেট দা- পঃবঃ রাজ্য বিজেপি (BJP) আমন্ত্রিত সদস্য, রাজ্য স্বাস্থ্য পরিসেবা সেল ইনচার্জ, শ্যামাপ্রসাদ মুখার্জী স্বাস্থ্য মিশনের সভাপতি- একসময় এইসব পদে থাকা একজন নেতা আজ তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষা করছেন। রাতে গাছ তলায় শুয়ে থাকছেন বিগত বেশ কয়েকদিন ধরে।’

আরও পড়ুন: ৪ দিন আগেই কলকাতাকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট! ম্যানহোল নিয়ে কী বলছে আইন?

একইসাথে তিনি লিখেছেন, ‘নিজ দোষে বা কপাল দোষ যে কারণেই হোক না কেন, একজন রাজ্যের প্রাক্তন পদাধিকারী ভিক্ষা করছেন, এটা দেখে শুনে একদমই ভালো লাগলো না। গলায় একটি টিউমার ও হয়েছে, সেটার চিকিৎসার জন্যও টাকার দরকার। আমাদের সামান্য ক্ষমতায় তাৎক্ষণিকভাবে নামমাত্র সাহায্য করতে পেরেছি। আশা করি তাঁকে যে যার মত করে সাহায্য অতি অবশ্যই করবেন। জানি ওনার এই অবস্থার জন্য উনি নিজেই দায়ী।  তবুও রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বের কাছে অনুরোধ বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখুন। ফোন নাম্বার – 9874935877 (বুলেট দা)।’

 

ব্যবসায়ী সাগর মন্ডলের ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কেউ কেউ। যদিও ইন্দ্রজিৎ সিনহার এই করুন পরিণতির জন্য অনেকেই  দায়ী করেছেন রাজ্য বিজেপিকেই। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ইন্দ্রজিৎ সিনহার খবর শুনে বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁর চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি, তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর