প্রকাশ্যে এল নয়া তথ্য!‘আয়লানের’ মৃত্যুর জন্য দায়ী নয় বন্যা

বাংলা হান্ট ডেস্ক: সিরিয়ার আয়লানের ঘটনায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব ছোট্ট শিশুটির মৃতদেহ দেখে। সম্প্রতি বিহারে একটি মৃত শিশুর ছবি ভাইরাল হয়েছে। আয়লানের মতোই নদীর ধারে পড়ে ছিল তার মৃতদেহ।যা দেখে নাকি কেঁদে উঠেছিল সারা দুনিয়া।

কিন্তু মিথিলার প্রলয়ঙ্কারী বন্যায় জীবন হারানো শিশুর জন্য না সরকার চোখের ফেলছে না কোনও সংবেদনশীল হৃদয়।’নীতীশ কুমারের রাজ্যে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। ১০টি জেলার প্রায় ৬০০টি গ্রাম বন্যার কবলে।

IMG 20190719 WA0208সরকার পরিস্থিতির মোকাবিলা করতে পারছে না বলে অভিযোগ প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)।তবে মৃত শিশুর ছবিটিকে নিয়ে তদন্তের পর নতুন যে তথ্য উঠে এসেছে তা বেশ আলাদা। প্রথমেই বলে রাখা ভাল, বন্যায় আদৌ মৃত্যু হয়নি তার। নেপথ্যের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর