খারাপ খবর -ভয়াবহ দুর্ঘটনা! মৃত টেলিভিশন খ্যাত শিশু অভিনেতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল টেলিভিশনের জনপ্রিয় শিশু অভিনেতা শিবলেশ সিং-এর। জানা গেছে তাঁর বাবা-মা ও আরও একজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।আর ১৪ বছরের শিবলেশ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

প্রসঙ্গত,ধারসিওয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে।পুলিশ জানিয়েছন, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ রায়পুরের কাছে ধারসিওয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে।

তারা পরিবারকে নিয়ে বিলাসপুর থেকে রায়পুর যাচ্ছিল। ট্রাকটি ফেলে চম্পট দিয়েছে চালক।এখন তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য ‘সংকটমোচন হনুমান’, ‘সসুরাল সিমার কা’ সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিল শিবলেশ। টিভি রিয়্যালিটি শো-তেও অংশ নিতে দেখা গিয়েছে তাকে।তার আত্মার শান্তি কামনা করি।

X