বিজেপির নবান্ন ঘেরাও আন্দোলনকে ব্যঙ্গ করে কি বললেন রাজ্যের মন্ত্রী!

Published On:

বাংলা হান্ট ডেস্ক ঃ বিজেপি মহিলা মোর্চা আজ নবান্ন ঘেরাও করে। বিজেপির এইনবান্ন ঘেরাও আন্দোলন কে ব্যঙ্গ করে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

বিজেপি নবান্ন ঘেরাও আন্দোলনকে ব্যঙ্গ করে সুব্রত মুখোপাধ্যায় বলেন,” একটু বড় আন্দোলন করুন, যাতে ২০টা লোককে গুলি করে মারে পুলিশ।” এছাড়াও তিনি বলেন, ” গঙ্গার ওপারে গিয়ে এই যে করছেন তাতে আপনারা একটা জায়গা পর্যন্ত যাবেন।

পুলিশ আপনাদের আটকাবে। ছবি হবে। আমরা দেখব। তাতে লাভ কি!” এই ভাবেই ব্যাঙ্গর সুরে বিজেপি মহিলা মোর্চা আন্দোলনকে বিঁধলেন সুব্রত মুখোপাধ্যায়।

X