বাংলা হান্ট ডেস্কঃ ম্যানহোলে শ্রমিক মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে ম্যানহোল (Manhole Incident) অথবা নিকাশি নালায় মানুষ নামিয়ে সাফাইয়ের ব্যবস্থাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি শহর কলকাতায় ম্যানহোলে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে যায়। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং জাভেদ খান। তাঁদের থামিয়ে কড়া নির্দেশ দিয়ে দেন মমতা।
মমতার (Mamata Banerjee) সামনেই দুই মন্ত্রীর বচসা! তারপর কী হল?
সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্স থানা অঞ্চলে ম্যানহোলের ভেতর পড়ে প্রাণ হারান তিন জন শ্রমিক। গত রবিবার ওই ঘটনা ঘটেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান। মন্ত্রীসভার বৈঠকে তাঁর ওপর ক্ষোভ উগড়ে দেন মমতা। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ওই রিপোর্ট অনুযায়ী, এরপর নাকি এই ঘটনার দায় পুর ও নগরোন্নয়ন দফতরের ঘাড়ে চাপাতে যান জাভেদ (Javed Khan)। তিনি দাবি করেন, এখানে তাঁর দফতরের কোনও ভূমিকা নেই। এটি পুর ও নগরোন্নয়ন দফতরের আওতায় পড়ে। একথা শোনার পরেই নাকি জাভেদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ।
আরও পড়ুনঃ ‘বীরভূমকে বদনামের চেষ্টা করছেন’! বিস্ফোরক কাজল শেখ! নাম না করেই কেষ্টকে তুলোধোনা?
রাজ্যের এই দুই মন্ত্রীর মধ্যে নাকি বাক বিতণ্ডার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই সময় তাঁদেরকে থামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি। তবে এই নিয়ে কে তদন্ত করবেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে কোনও নির্দেশ দেননি বলে খবর। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার লেদার কমপ্লেক্স থানা অঞ্চলে সাফাইয়ের কাজ চলার সময় ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে প্রথমে একজন সাফাই কর্মীকে নামানো হয়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি ওপরে না ওঠায় ওনার খোঁজে আরও ২ জন নামেন। ১০ ফুটের ম্যানহোলে নেমে তলিয়ে যান ৩ জনেই। ইতিমধ্যেই মৃতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ফিরহাদ। এবার এই নিয়েই মমতার (Mamata Banerjee) সামনে বচসায় জড়িয়ে পড়লেন জাভেদ এবং ববি।